রজতের গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু! চরম আইনি গেরোয় হৃতিকের সহ-অভিনেতা

কুপার হাসপাতালে ভর্তি ছিলেন ওই পথচারী।

কুপার হাসপাতালে ভর্তি ছিলেন ওই পথচারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Bollywood actor Rajat Bedi, Rajat Bedi, FIR against Rajat Bedi, রজত বেদী, bengali news today

রজত বেদীর গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর

বলিউড অভিনেতা রজত বেদীর (Rajat Bedi) গাড়ির ধাক্কায় এক পথচারীর গুরুতর জখম হওয়ার খবর মিলেছিল দিন দুয়েক আগেই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। যার জেরে রজতের বিরুদ্ধে এফআইআর দায়েরও হয়েছিল মুম্বইয়ের ডিনএন নগর থানায়। এবার সেই পথচারীর মৃত্যু হওয়াতেই চরম আইনি গেরোয় পড়লেন বলিউড অভিনেতা।

Advertisment

প্রসঙ্গত, হৃতিক রোশনের (Hrithik Roshan) ‘কোয়ি মিল গ্যায়া সিনেমা’-সহ একাধিক জনপ্রিয় বলিউড ছবিতে দেখা গিয়েছে রজতকে। আর সেই খ্যাতনামা অভিনেতাই কিনা এবার দুর্ঘটনায় নাম জড়িয়ে বিপাকে পড়লেন। গাফিলতির অভিযোগে ৩০৪ ধারায় রজতের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ। যদিও ওই পথচারীর মৃত্যুর পর এখনও গ্রেফতার করা হয়নি অভিনেতাকে।

<আরও পড়ুন: জন্মদিনের আগের দিনই মা’কে হারালেন অক্ষয়, আবেগঘন পোস্টে চোখে জল অভিনেতার>

ঘটনাটি সোমবার সন্ধেবেলা আন্ধেরি অঞ্চলে ঘটেছে। সেই এলাকা দিয়ে যাওয়ার সময় রজতের গাড়ি আচমকাই ধাক্কা মারে রাজেশ বুধ নামে এক পথচারীকে। তবে সেখান থেকে পালিয়ে না গিয়ে দায়িত্ববান নাগরিকের মতোই গুরুতর জখম ওই ব্যক্তিকে মুম্বইয়ের কুপার হাসপাতালে (Cooper Hospital) নিয়ে আসেন রজত। এরপর নিজেই ডিএন নগর থানায় গিয়ে গোটা ঘটনাটা জানান।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Rajat Bedi