সিনে জগতে বিরাট ক্ষতি, চলে গেলেন 'দ্যা মোস্ট বিউটিফুল বয়'

১৯৫৫ সালে স্টকহোমে, জন্ম নেওয়া বিয়র্নের শৈশব ছিল বেশ কঠিন। মায়ের মৃত্যুর পর তিনি দাদু-দিদার কাছে বড় হন। তাঁর দিদাই প্রথম তাঁকে অভিনয় জগতে নিয়ে আসেন এবং ছোটবেলা থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে উৎসাহিত করেন।

১৯৫৫ সালে স্টকহোমে, জন্ম নেওয়া বিয়র্নের শৈশব ছিল বেশ কঠিন। মায়ের মৃত্যুর পর তিনি দাদু-দিদার কাছে বড় হন। তাঁর দিদাই প্রথম তাঁকে অভিনয় জগতে নিয়ে আসেন এবং ছোটবেলা থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে উৎসাহিত করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death

চলে গেলেন অভিনেতা

Björn Andrésen death:  সুইডিশ অভিনেতা ও সঙ্গীতশিল্পী বিয়র্ন আন্দ্রেসেন, যিনি “ডেথ ইন ভেনিস”, “মিডসামার” এবং “দ্যা গ্রেভ”-এর মতো সিনেমায় শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, ৭০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রি ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই অনলাইনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন এই কিংবদন্তি শিল্পীকে।

Advertisment

সুইডিশ দৈনিক -এর রিপোর্ট অনুযায়ী, অভিনেতা ২৫ অক্টোবর, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। “দ্যা মোস্ট বিউটিফুল বয় ইন দ্যা ওয়ার্ল্ড” তথ্যচিত্রের পরিচালক ক্রিস্টিয়ান পেট্রি এই সংবাদটি নিশ্চিত করেছেন।

Chiranjeevi: নিজের অশ্লীল ভিডিও দেখে হতাশায় ভুগছেন, পুলিশে অভিযোগ চিরঞ্জিবির

Advertisment

১৯৫৫ সালে স্টকহোমে, জন্ম নেওয়া বিয়র্নের শৈশব ছিল বেশ কঠিন। মায়ের মৃত্যুর পর তিনি দাদু-দিদার কাছে বড় হন। তাঁর দিদাই প্রথম তাঁকে অভিনয় জগতে নিয়ে আসেন এবং ছোটবেলা থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে উৎসাহিত করেন।  মাত্র ১৫ বছর বয়সে বিয়র্ন বিশ্বজুড়ে আলোচনায় আসেন ইতালীয় পরিচালক লুচিনো ভিসকন্তির বিখ্যাত সিনেমা "ডেথ ইন ভেনিস"-এর মাধ্যমে। তাদজিও চরিত্রে তাঁর অভিনয় তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং তিনি পরিচিত হন “দ্যা মোস্ট বিউটিফুল বয় ইন দ্যা ওয়ার্ল্ড” হিসেবে।

Jackky Bhagnani Home Tour: 'ফ্লপ হিরো' জ্যাকি ভাগনানির স্বপ্নের নীড়, কোটি টাকার এই বিলাসবহুল বাড়িতে কী নেই?

তবে এই খ্যাতির আড়ালে ছিল এক গভীর ট্র্যাজেডি। পরবর্তী সময়ে দ্যা গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়র্ন জানান, কিশোর বয়সে ছবির পরিচালক তাঁকে এমন কিছু পরিস্থিতিতে ফেলেছিলেন, যা তাঁর মনে গভীর মানসিক ক্ষত তৈরি করে। বলেছিলেন, "লুচিনো ছিলেন এমন এক ব্যক্তি, যিনি শিল্পের নামে যে কাউকে ত্যাগ করতে পারতেন।"  

actor death news Actor Entertainment News Today