/indian-express-bangla/media/media_files/2025/10/28/cheero-2025-10-28-16-17-38.jpg)
বিরাট সমস্যায় ভুগছেন অভিনেতা...
Chiranjeevi files complaint: দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী, সম্প্রতি হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, যখন তাঁর নামে পর্নোগ্রাফিক ওয়েবসাইটে, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে।
পুলিশ তথ্যপ্রযুক্তি আইন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), এবং আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। চিরঞ্জীবী অভিযোগে উল্লেখ করেন, এই ডিপফেক ভিডিওগুলি ইচ্ছাকৃতভাবে, তাঁকে অশ্লীল প্রেক্ষাপটে উপস্থাপন করছে। এর ফলে, তাঁর ভাবমূর্তি ক্রমাগতই নষ্ট হচ্ছে। এবং সমাজে তাঁকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
Ankush Hazra-Zubeen: ভক্তদের চমকে দিলেন, জুবিনের গানে শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অঙ্কুশ
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভুয়ো এবং আজগুবি ছবি-ভিডিও অবিলম্বে ইন্টারনেট থেকে সরানোর কথাও বলেছেন। এই ঘটনার পর, হায়দ্রাবাদের সিটি সিভিল কোর্ট তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষা করতেই, একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত রায়ের মাধ্যমেই জানায়, চিরঞ্জীবীর নাম, ছবি, কণ্ঠস্বর বা অন্য কোনও বৈশিষ্ট্য অনুমোদন ছাড়া ব্যবহার করা যাবে না। আদালতের মতে, এআই ও ডিজিটাল মাধ্যমে এই ধরনের শোষণ, তাঁর সুনাম ও আর্থিক স্বার্থের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
Aamir Khan: আমিরের জন্যই সন্তান সুখ, তারকা দম্পতির জীবনে কী ভাবে আশার আলো জ্বালিয়েছেন মিস্টার পারফেক্টশনিস্ট?
চিরঞ্জীবীর আইনজীবীদের বিবৃতিতে বলা হয়েছে, "মেগাস্টার চিরঞ্জীবী চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অবদান রেখে চলেছেন। তাঁর নাম, ছবি বা মঞ্চনাম (‘মেগা স্টার’, ‘চিরু’, ‘অন্নয়া’) এর অননুমোদিত ব্যবহার আইনত অপরাধ।" আদালত নির্দেশ দিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হবে এবং মামলার পরবর্তী শুনানি ২৭ অক্টোবর নির্ধারিত হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us