scorecardresearch

চার মাসের মধ্যেই সুখবর! আবারও কোল আলো হতে চলেছে দেবিনার

সুখবর দিলেন বঙ্গ তনয়া দেবিনা

gurmeet choudury - debina bonerjee

মাস খানেকের মধ্যেই সুখবর। আবারও খুশির আমেজ গুরমীত-দেবিনার ( Gurmeet Choudhury – Debina Bonnerjee ) পরিবারে। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন দেবিনা?

সকাল হতেই সুখবর দিলেন অভিনেত্রী। গুরমীত এবং লিয়ানাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করলেন তিনি। জানালেন, কিছু সিদ্ধান্ত সময়ের সাপেক্ষেই হয়। একে পরিবর্তন করা যায় না। এটা এক ধরণের আশীর্বাদ। সে আসছে আমাদের সম্পূর্ণ করার জন্য। সঙ্গে দেখালেন আলট্রা সোনোগ্রাফি রিপোর্ট।

আরও পড়ুন [ ‘দুর্গা.. দুর্গা’, মা হচ্ছেন বিপাশা, প্রেমমাখা ছবি শেয়ার অন্তঃসত্ত্বা নায়িকার ]

[আরও পড়ুন: ফের কাশ্মীরি পণ্ডিত খুন! সোপিয়ান-‘সন্ত্রাসবাদে’ গর্জে উঠলেন ভরত কল]

সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। নতুন সদস্য আসছেন শুনে ভীষণ খুশি কাছের মানুষেরা। দেবিনাকে ভালবাসায় ভরালেন বলি তারকাদের অনেকেই। গুরবীনা-কে নিয়ে উচ্ছ্বসিত সকলেই। এদিকে কয়েক মাসের মধ্যে ফের মা হওয়ার কারণেই প্রশ্নের মুখে দেবিনা। এত তাড়াহুড়ো কীসের ছিল? এমনও মন্তব্য দেখা গেল। একেতেই বিয়ের অনেক বছর পর মা হয়েছেন দেবিনা।

দর্শকদের এহেন প্রশ্নে গুরবীনার পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরাই। ছোট্ট লিয়ানা বড় দিদি হতে চলেছে। এদিকে সকাল হতেই বিপাশা জানিয়েছেন সুখবর। মা হওয়ার বিষয়ে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Debina bonerjee becoming mom again fans reacted