Debleena Dutt - Tollywood: গত বছর আগস্ট মাসে কলকাতার বুকে ঘটে গিয়েছিল এমন এক মর্মান্তিক ঘটনা, যা মানুষ আজও ভোলেননি। না! অভয়া বিচার পায়নি। বরং তার সঙ্গে এরকম কাণ্ড যারা ঘটিয়েছে তাদের কোন খোঁজ ঠিক করে পাওয়া যায়। আরজি করের হত্যাকাণ্ড এবং ধর্ষণের পর সারা দেশ এবং বিদেশ জুড়ে শুরু হয় আন্দোলন। রাতের পর রাত দিনের পর দিন, প্রতিবাদীরা রাস্তায় কাটিয়েছেন শুধুমাত্র বিচারের আশায়। সে আন্দোলনে যোগ দিয়েছিলেন, টলিপাড়ার অনেক সদস্যরা। এর মধ্যে কেউ কেউ অত্যন্ত সক্রিয় ছিলেন। কেউ কেউ অবস্থান-বিক্ষোভে নাম লিখিয়েছিলেন। আবার কেউ কেউ, আওয়াজ তুলেছিলেন নিজের মতো করেই।
বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রী, যেন মার্কড হয়ে গিয়েছেন। এবং তাদের অবস্থা এই টলি ইন্ডাস্ট্রির বুকে যথেষ্ট খারাপ। তারা কাজ পাচ্ছেন না। তাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে। তাইতো দেবলীনা প্রকাশ্যে বললেন, "অভয়া আন্দোলনের পর থেকেই আমাকে অনেকে কাজে নিতে পারছেন না। কেউ কেউ মুখের ওপর বলছেন, কী কারণ! তবে আমার মনে হয় সেই আন্দোলনে যোগ দেওয়ার পর থেকেই লোকজন আমাকে তীব্র রোশনালে ফেলেছেন।" কিছুদিন যাবৎ ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার এবং কাজ না করতে পারা নিয়ে নানা আলোচনা হচ্ছে।
Bollywood Actress Tragedy: 'স্টেরয়েডের সঙ্গে মদ খেত ও', প্রয়াত স্বামীর…
পরিচালক এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, ফেডারেশনকে নিয়ে নানা অভিযোগ করেছিলেন। এমনকি তিনি এও বলেছিলেন, ফেডারেশন টেকনিশিয়ানদের কে বাধ্য করছেন কাজে অসহযোগিতা করতে। আর এবার দেবলীনা বললেন, "আমরা যারা অভিনয় করি তারাও জানেন এবং জনগণও জানেন যে আমাদের ক্ষেত্রে, সিজন বলে একটা শব্দ হয়। আসন্ন সময় যে দুর্গাপূজো আসছে, তার আগে বিভিন্ন ফাংশন হয় খুঁটিপুজো হয় সেই সময় না প্রত্যেকেই উপার্জন করে। আমরা কিন্তু চাকরি করি না যে প্রত্যেক মাসে এতটা টাকা আমাদের কাছে আসবে এটা আমরা জানি। আমরা দিন আনি দিন খাই মানুষ। যে মাসে শুট করব সেই মাসে পয়সা যে মাসে কাজ করবো না সেই সময় পয়সা নেই। তাই সংসার চালাতে একটু অসুবিধা তো হচ্ছেই। এই যে অনুষ্ঠানের সময়টা আসছে এই সময় প্রত্যেকটা অনুষ্ঠান, আমাকে যারাই যোগাযোগ করছে তারাই কিছুদিন পরে, ক্যান্সেল করে দিচ্ছে। তারা আমাকে বলছে, না দিদি আপনাকে আনা যাবে না। এটা যে এই সিজনের সময় কত বড় ক্ষতি, সেটা শুধু আমরাই জানি।"
শুধু এখানেই থামলেন না দেবলীনা। বরং তিনি আরো জানান, একটি ছবিতে পরিচালক কাজের সুযোগ দেওয়ার কথা ছিল। তিনি বলেও ছিলেন দেবলীনা সঙ্গে যোগাযোগ করবে। কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড ফাংশনে তাকে যখন জিজ্ঞাসা করলেন কাজ কবে থেকে শুরু হচ্ছে। সেদিন সেই পরিচালক মুখের ওপর দেবলীনাকে না করে দিয়ে বলেছিলেন, যে আমাকে তো ছবিটাকে বিক্রি করতে হবে তোকে নিলে আমি ছবিটা বিক্রি করতে পারবো না। অভিনেত্রী জানান যে তিনি মানসিকভাবে সম্পূর্ণ তৈরি। এবং পরবর্তীতে তাকে যে অভিনয় ছাড়া অন্য কিছু করতে হবে এটাও তিনি মানতে প্রস্তুত।
Actress Tragic Death: 'ওর বডি নিয়ে আমাদের কিছু করার নেই..', ফ্ল্যাট …
তাকে বলতে শোনা গেল, "মানসিক জোর আমার সচরাচর হারায় না। আর্থিক দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু মন থেকে আমি খুব শক্ত। যারা সাহস করে আমাকে অভিনয়ে নেবেন সেরকম মানুষ আছে। কিন্তু একটা দুটো কাজ করে তো সংসার চালানো যায় না। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এত পয়সা নেই যে একটা কাজ করলে আমার ৬ মাস চলবে। আমি মন থেকে একদম তৈরি যে আমাকে ক্যারিয়ার নিয়ে নতুন কিছু ভাবতে হবে। সেটা চাকরি হতে পারে, অন্য কোন কাজ হতে পারে, অভিনয় শেখানো হতে পারে। এখনো কিছু ভাবি নি তবে আগামীতে নিশ্চয়ই কিছু করতে হবে। তবে আমার খুব অদ্ভুত লাগছে একটা কথা নিয়ে, এই পশ্চিমবাংলা কিন্তু আমরা দেখিনি। শিল্পীকে ভাবতে হবে তার কিভাবে দিন চলবে এই পশ্চিমবঙ্গ আমার খুব অচেনা।"