বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী ও দীপক দোবরিয়ালকে বাধ্য হয়েই উত্তরাখণ্ডের রামগড়ে থেকে যেতে হয়েছে। মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিন লকডাউন ঘোষণা করার পর তাদের আর কোনও উপায় ছিল না।
২০ মার্চ তাদের পরবর্তী ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য রামগড় গিয়েছিলেন তারা এবং শুটিং চলাকালীনই লকডাউন ঘোষণা হয়। মনোজ বাজপেয়ী তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকলেও, একাই রয়েছেন দীপক দোবরিয়াল।
আরও পড়ুন, লকডাউন বিনোদন: একতা কাপুরের পুরনো ৫টি ধারাবাহিক
উপরের দুটি ছবিই স্বেচ্ছা আইসোলেশনে থাকাকালীন তুলেছেন অভিনেতারা।
প্রসঙ্গত, মনোজ বাজপেয়ীকে শেষ দেখা গিয়েছে আমাজন প্রাইমের ফ্যামিলি ম্যান-এর সিরিজে। করোনাভাইরাসের বাড়বাড়ন্তে জেরবার দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুশারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ন’হাজার পার করেছে। সোমবার এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজেটিভ ৯,১৫২। এদের মধ্যে অবশ্য ৮৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ভয়ঙ্কর ভাইরাসের শিকার ৩০৮।
Read the full story in English