Amitabh Bachchan: অমিতাভ-কে টেক্কা দিতে গিয়েই মুখ থুবড়ে পড়লেন? 'অনেকেই ওর চেয়ে ভাল অভিনেতা', কেন একথা বলেন দীপক?

বিআর চোপড়ার প্রযোজনায়, বেশ কিছু সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন দীপক। তাঁর মতে, সেই সময় অমিতাভ কিছুটা নিরাপত্তার অভাব অনুভব করতেন হয়তো। কারণ দীপক তখন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছিলেন।

বিআর চোপড়ার প্রযোজনায়, বেশ কিছু সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন দীপক। তাঁর মতে, সেই সময় অমিতাভ কিছুটা নিরাপত্তার অভাব অনুভব করতেন হয়তো। কারণ দীপক তখন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
deepak-parashar-amitabh-bachchan

অমিতাভের সঙ্গে সব মেটাতে চেয়েছিলেন তিনি?

Bollywood actor Deepak Parashar: একসময় ১৯৮০-এর দশকে, এক সংবাদপত্রে অভিনেতা দীপক পরাশর-কে অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan ) সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে ঘোষণা করা হয়েছিল। সেই সময়ের সেই আলোচিত তুলনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দীপক নিজেই। তিনি জানান, একবার ব্যক্তিগতভাবে অমিতাভের সঙ্গে কথোপকথনের সময় তিনি বিষয়টি তুলেছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন যে, সংবাদমাধ্যমে তৈরি এই প্রতিযোগিতার ধারণার পেছনে তার কোনও ভূমিকা ছিল না।

Advertisment

বিআর চোপড়ার প্রযোজনায়, বেশ কিছু সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন দীপক। তাঁর মতে, সেই সময় অমিতাভ কিছুটা নিরাপত্তার অভাব অনুভব করতেন হয়তো। কারণ দীপক তখন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছিলেন।

অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে অশালীন আচরণ, রেগে আগুন সিনেমার নায়ক

ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক বলেন, “মিডিয়াই এই হাইপ তৈরি করেছিল- শিরোনাম ছেপেছিল ‘অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে দীপক পরাশর উঠে আসছেন।’ আমি যেহেতু তখন তার অনেক কো-স্টারের সঙ্গে কাজ করছিলাম, সেটাই হয়তো ওই লেখার কারণ। পরে এক অনুষ্ঠানে অমিতাভজিকে সরাসরি জানিয়েছিলাম,  আমি কোনও প্রতিযোগিতা করছি না। তারপরই আমরা একসঙ্গে 'শরাবি' ছবিতে কাজ করি।” 

Advertisment

তিনি আরও বলেন, "আমি যখন ইন্ডাস্ট্রিতে এলাম, তখনই একজন তারকা হিসেবে এলাম। একটু ঈর্ষা বোধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটা কখনোই ব্যক্তিগত হওয়া উচিত নয়। আমি মিস্টার বচ্চনের কথা বলছি না- অনেকেই এমন আচরণ করেন।" দীপক আরও জানান, পরিচালক প্রকাশ মেহরার একটি ছবিতে প্রথমে তাঁকেই নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাজেট বৃদ্ধি পাওয়ায় প্রযোজকরা অমিতাভ বচ্চনকে নেওয়ার সিদ্ধান্ত নেন।

Mahanayak Uttam Kumar: উত্তম কুমারের শেষ আগমন ছিল আবেগে ভরা, ফাটাকেস্টর পুজোয় গিয়ে কী এমন বলেছিলেন মহানায়ক?

“ওই ঘটনা আমাকে কষ্ট দিয়েছিল,” বলেন দীপক। “তিনি (অমিতাভ) আমাকে বলেছিলেন, প্রজেক্টটি প্রথমে মাঝারি বাজেটের ছিল, কিন্তু পরের দিকে বড় স্কেলে যাওয়ায় তারাই বচ্চন সাহেবকে নেন।” অভিনেতার মতে, "ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যারা মি. বচ্চনের চেয়ে ভালো অভিনেতা। যেমন দিলীপ কুমার, রাজেশ খান্না, সঞ্জীব কুমার।" তবে তিনি এ-ও স্বীকার করেন, অমিতাভের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে।

দীপক আরও জানান, জয়া বচ্চন ও অভিষেক বচ্চন-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজও বজায় রয়েছে তাঁর। অভিষেক সম্পর্কে তিনি বলেন, "ওর বড় হয়ে ওঠাটা খুব ভালভাবে হয়েছে। ভীষণ নম্র, ভদ্র এবং সংযমী।" গত বছর Zoom-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক আবারও শরাবি ছবিতে অমিতাভের উপস্থিতি নিয়ে স্মৃতিচারণ করেন...

Festival OTT Release: ওটিটিতে এবার হইচই, আলোর উৎসবের আগেই বড় ধামাকা, কোনটা ছেড়ে কোনটা দেখবেন?

"আমি তার সঙ্গে শরাবি-তে কাজ করেছি। সেটে আমি সব ভুল বোঝাবুঝি মেটাতে চেয়েছিলাম, কারণ তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। তিনি অসাধারণ অভিনেতা, এবং আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু তিনি তখন সেটে আমাদের ব্যক্তিগত বিশয়-ক্ল্যাশ নিয়ে কোনো আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি-ও ভেবেছিলাম, ‘থাক, ছেড়ে দিই’। পরে আমাদের একাধিকবার দেখা হয়েছে। তবে সবসময় সেগুলো খুব আনুষ্ঠানিক ছিল।”

bollywood Bollywood Actor Entertainment News amitabh bachchan