Mahanayak Uttam Kumar: উত্তম কুমারের শেষ আগমন ছিল আবেগে ভরা, ফাটাকেস্টর পুজোয় গিয়ে কী এমন বলেছিলেন মহানায়ক?

মহানায়কের উপস্থিতি থাকত প্রতিবছর। তিনি নিজেই ঠাকুর দেখতে আসতেন। যে বছর তিনি চলে গেলেন, তাঁর আগের বছর পর্যন্ত এসেছেন সেখানে। উত্তম কুমারের উপস্থিতি সবসময় আলোচনায় আসত সেই পুজোর ক্ষেত্রে।

মহানায়কের উপস্থিতি থাকত প্রতিবছর। তিনি নিজেই ঠাকুর দেখতে আসতেন। যে বছর তিনি চলে গেলেন, তাঁর আগের বছর পর্যন্ত এসেছেন সেখানে। উত্তম কুমারের উপস্থিতি সবসময় আলোচনায় আসত সেই পুজোর ক্ষেত্রে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
naba yubak

শেষ কী কথা বলেছিলেন মহানায়ক?

Mahanayak Uttam Kumar:  কালীপূজো মানেই সারা বাংলা জুড়ে আলোর উৎসব। এদিন মাতৃ আরাধনায় ব্যাস্ত থাকেন সারা দেশ। সারা বাংলার মধ্যে নৈহাটি এবং বারাসাতের পুজো বেশ বিখ্যাত। শ্যামা আরাধনায় মেতে ওঠে কলকাতাও। প্রায় অনেক বছর ধরেই যে পুজ গুলি তিলোত্তমা কলকাতায় নজর কাড়ে, তাঁর মধ্যে একটি ফাটাকেস্টর পুজো। এই পুজোয়, কে আসতেন না? অমিতাভ থেকে রাজেশ খান্না কিংবা মহানায়ক উত্তম কুমার। 

Advertisment

মহানায়কের উপস্থিতি থাকত প্রতিবছর। তিনি নিজেই ঠাকুর দেখতে আসতেন। যে বছর তিনি চলে গেলেন, তাঁর আগের বছর পর্যন্ত এসেছেন সেখানে। উত্তম কুমারের উপস্থিতি সবসময় আলোচনায় আসত সেই পুজোর ক্ষেত্রে। একবার সেই পুজোর সম্পাদক নিজেই সেকথা জানিয়েছিলেন। যে বছর শেষ তিনি এসেছিলেন কী এমন বলেছিলেন যে উপস্থিত সকলেই বেশ কষ্ট পেয়েছিলেন? 

Kaushik Ganguly-Kurukshetra: 'আড়াই বছর ধরে নীরবে কাজ করেছে', উজানের ‘কুরুক্ষেত্র’-র সাফল্যে গর্বিত কৌশিক গাঙ্গুলি, ছেলেকে কী শিক্ষা দিলেন?

Advertisment

তখন মাঝেমধ্যেই অসুস্থ থাকতেন মহানায়ক। কিন্তু ফাটাকেস্টর পুজোয় আসতে ভোলেননি শেষবার-ও। সেদিন শ্যামা মায়ের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, "আমি এখানে কেন আসি জানেন? মায়ের টানে আসি। মা, প্রতিবার আপনাদের এখানে আমায় নিয়ে আসে।" মায়ের পুজোয় আমন্ত্রণ পাঠানো হত মহানায়কের কাছে। আর তিনি যেন অধীর আগ্রহে অপেক্ষা করতেন, কবে মা-কে দেখার সুযোগ হবে। 

Kharaj Mukherjee-Kali puja: নারকোলের জল দিয়ে বানানো হয় 'কারন', খরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোয় আর কী কী হয়?

যা জানা যায়, কেষ্টবাবু নিজেই তাঁকে আমন্ত্রণ জানাতে যেতেন। উত্তম বাবু ডেকে জিজ্ঞেস করতেন, কেষ্ট এসেছিস? নিজের সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন অনেককেই। সোমা থেকে সুপ্রিয়া দেবী- সকলকেই নিয়ে এসেছেন তিনি। কিন্তু, নিজে একা হলেও এসেছেন। উত্তম ছাড়াও অমিতাভের উপস্থিতি ছিল দেখার মতো।

Kali Puja Uttam Kumar