/indian-express-bangla/media/media_files/2025/09/02/dipika-2025-09-02-17-41-59.jpg)
আবার অসুস্থ দীপিকা...
অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে লিভার ক্যান্সারের চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন। গত জুন মাসে তাঁর অস্ত্রোপচার হয়, আর জুলাই থেকে তিনি টার্গেটেড থেরাপি শুরু করেছেন। এর আগে এক ভ্লগে দীপিকা জানিয়েছিলেন, চিকিৎসার প্রভাবে তিনি কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন। তবে সর্বশেষ ভ্লগে তিনি জানান, এবার তিনি একটি ভাইরাল সংক্রমণে আক্রান্ত। যা তাঁর শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে দিয়েছে।
তিনি বলেন, "আমার অবস্থা এখন বেশ খারাপ। রুহানের মতো আমিও ভাইরাল ইনফেকশনে আক্রান্ত। তবে আমার ক্ষেত্রে এটি গুরুতর আকার নিয়েছে, কারণ আমি ক্যান্সারের চিকিৎসাধীন এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গেছে। ডাক্তার সোমনাথ আগেই সতর্ক করেছিলেন, যদি জ্বর বা কোনও ভাইরাল সংক্রমণ হয় তবে দ্রুত যোগাযোগ করতে হবে। বর্তমানে আমাকে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক এবং অ্যালার্জি-বিরোধী ওষুধ দেওয়া হচ্ছে, যার প্রভাব আমি অনুভব করছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব। গতকাল প্রচণ্ড দুর্বলতা অনুভব করেছি।"
Hooliganism-Rudranil Ghosh Exclusive: তিন ঘোষের 'হুলিগানিজমে' রুদ্র রোষে অনির্বাণ!
প্রসঙ্গত, এ বছরের মে মাসে দীপিকা প্রকাশ্যে জানান যে তাঁর স্টেজ ২ লিভার ক্যান্সার ধরা পড়েছে। স্বাস্থ্যজনিত সমস্যার কারণেই তাঁকে এ বছরের শুরুতে সেলিব্রিটি মাস্টারশেফ শো থেকে সরে দাঁড়াতে হয়।
যদিও অভিনয় জীবনে সাময়িক বিরতি নিয়েছেন, তবে, দীপিকা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়মিত সক্রিয় আছেন। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল ৪০ লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এছাড়াও, সসুরাল সিমার কা খ্যাত এই তারকা নিজস্ব ফ্যাশন লেবেলও চালু করেছেন। শোবিজ মহলে শোনা যাচ্ছে, তিনি একতা কাপুরের একটি নতুন শোতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন, যেখানে ভিভিয়ান ডিসেনাও থাকবেন।