দীপিকা পাড়ুকোনই ভারতের প্রথম তারকা যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানোম গেব্রেসাস-এর #SafeHandsChallenge গ্রহণ করেছেন। হলিউড তারকা সোয়ারজেনেগার, ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মডেল-অ্যাক্টিভিস্ট ক্রিস্টি টার্লিং-এর মতো মানুষদের সঙ্গে দীপিকাও মনোনীত হয়েছিলেন এই চ্যালেঞ্জে। করোনা সংক্রমণ আটকাতে পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ WHO-এর।
গত সপ্তাহে গেব্রেসাস টুইট করে মনোনীত করেছিলেন তারকাদের। যাতে তারা সেফ হ্যান্ড চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করেন। N95 মাস্ক পরে সেই চ্যালেঞ্জ নিলেন দীপিকা পাড়ুকোন। কীভাবে ২০ সেকেন্ডে হাত ধুতে হয় সে পদ্ধতিও দেখালেন অভিনেত্রী।
আরও পড়ুন, ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘প্যারাসাইট’
টুইট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনারেল ডিরেক্টরকে ধন্যবাদও জানিয়েছেন দীপিকা। কোরোনা প্রকোপে ঘরবন্দী নায়িকা। তাই নিজের ত্বকের যত্ন নেওয়া থেকে জামাকাপড় গোছানো, এভাবেই সময় কাটাচ্ছেন তিনি। চ্যালেঞ্জ নেওয়ার পর ক্রিশ্চিয়নো রোনাল্ডো এবং বিরাট কোহলিকে মনোনীত করেছেন দীপিকা।
এদিকে অনুষ্কা শর্মা, বৎসল শেঠ, শচীন তেণ্ডুলকর, মারিয়া শারাপোভা, হিমা দাস ও পিভি সিন্ধুর মতো তারকারাও অংশ নিয়েছেন #SafeHandsChallenge-এর। ভিডিও পোস্ট করেছেন প্রত্যেকে।
আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে সৃজিত-প্রসেনজিৎ
ভারতে করোনার থাবা ক্রমশ বাড়ছে। বুধবার সকালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় ষাটঊর্ধ্ব অতি সংকটজনকদের শরীরে এইচআইভি-র প্রতিষেধক প্রয়োগের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন