Advertisment
Presenting Partner
Desktop GIF

দীপিকার জন্মদিনে ফিরে দেখা তাঁর প্রথম ছবি

Deepika Padukone: এবছর ৫ জানুয়ারি দীপিকার বয়স হল ৩৪ বছর। ১৪ বছর আগে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি 'ঐশ্বর্য'। প্রথম ছবিতেই বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepika Padukone birthday look back film debut Kannada film Aishwarya

ডানদিকে দীপিকা পাডুকোনের প্রথম ছবির পোস্টার।

Deepika Padukone: বলিউড দর্শক দীপিকা পাডুকোনকে প্রাথমিকভাবে চিনেছিলেন প্রকাশ পাডুকোনের মডেল-কন্যা হিসেবে যখন প্রথম একটি টিভি বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। ২০০৭-এর ছবি 'ওম শান্তি ওম' নিঃসন্দেহে দীপিকার অভিনেত্রী জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু অভিনেত্রী হিসেবে প্রথম ছবি নয়। তাঁর ডেবিউ ছবি ছিল কন্নড় ছবি 'ঐশ্বর্য'। এবছর ৩৪ তম জন্মদিন পালন করছেন দীপিকা। অভিনেত্রীর জন্মদিনে একবার ফিরে দেখা যাক তাঁর প্রথম ছবিটি।

Advertisment

২০০৬ সালে মুক্তি পায় 'ঐশ্বর্য'। নায়িকার ভূমিকায় ছিলেন দীপিকা পাডুকোন ও নায়কের ভূমিকায় কন্নড় ছবির জনপ্রিয় নায়ক উপেন্দ্র রাও। এছাড়া সহ-নায়িকার চরিত্রে ছিলেন ডেইজি বোপান্না। এই ছবিটি কিন্তু বক্স অফিসে ভাল সাড়া পেয়েছিল। অর্থাৎ ডেবিউ ছবিতেই বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন দীপিকা।

আরও পড়ুন: বলিউডে কোন ছবি কত ব্যবসা করল ২০১৯ সালে, এক নজরে

'ঐশ্বর্য'-র পরিচালক ছিলেন ইন্দ্রজিৎ লঙ্কেশ। এই ছবিটি রিমেক ছবি বলেই শোনা যায়। তেলুগু ছবি 'মাম্মাথুড়ু' অবলম্বনেই নির্মিত হয়েছিল দীপিকা-অভিনীত 'ঐশ্বর্য'। তবে রিমেক হলেও তা অন্য ভাষায় এবং ২০০৬ সালে কন্নড় ছবির জগতের সবচেয়ে সফল ৫টি ছবির মধ্যে একটি। ছবির গল্প অনুযায়ী দীপিকার প্রবেশ কিন্তু ছিল একটু দেরিতে।

Deepika Padukone birthday look back film debut Kannada film Aishwarya দীপিকার প্রথম ছবির পোস্টার। ছবি: ইউটিউব থেকে

গল্পটা ছিল এই রকম যে নায়ক অভিষেক (উপেন্দ্র) একটি বিজ্ঞাপন সংস্থার উচ্চপদস্থ এগজিকিউটিভ যার প্রথম প্রেমিকা মারা যায় একটি দুর্ঘটনায়। কিন্তু তার কাছে বিষয়টা এমনভাবেই পরিবেশন করা হয় যে সেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করেছে। এর পর নায়ক মহিলাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এই রকম সময়ে ঐশ্বর্য (দীপিকা) তার থেকেও উঁচু পদে ওই সংস্থায় আসে। অপছন্দ সত্ত্বেও কাজের সূত্রে দুজনের আলাপচারিতা শেষ পর্যন্ত প্রেমে পরিণত হয়।

ছবির শেষে ছিল একটি মহা-ক্লাইম্যাক্স। ঐশ্বর্যর বিয়ে ঠিক হয়েছিল একটি রক্ষণশীল পরিবারে। ঐশ্বর্য এবং অভিষেক কিছুতেই তাদের মনের কথা পরস্পরকে বলে উঠতে পারেননি কারণ চিত্রনাট্যকার সেই অংশটি রেখেছিলেন ছবির একদম শেষে। তাই রমকম ছবির ছক অনুযায়ী, ঐশ্বর্য বিয়ের মণ্ডপে পৌঁছনোর ঠিক আগে অভিষেক সেখানে পৌঁছয় এবং চারহাত এক হয়।

আরও পড়ুন: অনেকে বোধহয় ভুলেই গিয়েছেন যে আমি আছি: সুমনা

ছবিটি ইউটিউবে পাওয়া যায়। ইচ্ছে করলেই দেখতে পারেন দীপিকার অনুরাগীরা। প্রথম ছবিতেই সাফল্যের পর নিঃসন্দেহে তাঁর কাছে দক্ষিণী ছবির জগৎ থেকে বহু প্রস্তাব ছিল। কিন্তু অভিনেত্রী হিসেবে আঞ্চলিক ছবিতে আটকে থাকতে চাননি দীপিকা। আর ২০০৬-এর শেষের দিকেই তাঁকে 'ওম শান্তি ওম'-এর জন্য কাস্টিং করে ফেলেছিলেন ফারহা খান।

৫ জানুয়ারি, দীপিকার জন্মদিন। অভিনেত্রী জীবন এমনই যে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনটাও 'ছপক'-এর প্রচারের মধ্যেই করতে হল। কিন্তু হয়তো এভাবেই ভাল থাকেন তিনি। বলিউডে এক দশকেরও বেশি সময় কাটিয়ে এবার পরবর্তী দশকে পা দিলেন অভিনেত্রী। আরও অনেক মুগ্ধতা বাকি।

Bengali Film
Advertisment