/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/deepika.jpg)
দীপিকা পাড়ুকোন
২০১০ সাল। সেবছরই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবারের জন্য পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরনে সাদা-সোনালি রঙের শাড়ি, কপালে টিপ, ভারতীয় সুন্দরীর রূপে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। এরপর ২০১৭ সাল থেকে প্রতিবার কানের রেড কার্পেটে নজর কেড়েছে 'বলিউড মস্তানি'র উপস্থিতি। ২০১৮-১৯ সালেও অভিনেত্রীর কান-লুক আগুন ঝরিয়েছে নেটদুনিয়ায়। তবে ২০২২ সালে অনুরাগীদের বড়সড় সুখবর দিলেন অভিনেত্রী। এবার কানের রেড কার্পেট থেকে সোজা জুরি সদস্য হয়েছেন দীপিকা। তাবড় হলিউড তারকাদের টেক্কা দিয়ে বিচারকের আসনে ভারতীয় অভিনেত্রী। খবরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
দীপিকা-ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নেটমাধ্যম। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্ব দীপিকার। মোট ৯ জন জুরি সদস্য রয়েছেন। দীপিকার পাশাপাশি তাবড় তারকাদের নামও রয়েছে তালিকায়। কারা জানেন? ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। ইরানের খ্যাতনামা পরিচালক আসগর ফারহাদি, সুইডিশ নায়িকা নুমি রাপাস, ব্রিটিশ লেখিকা, পরিচালক তথা অভিনেত্রী রেবেকা হল, ইটালিয়ান অভিনেতা পরিচালক জাসমিন ট্রিঙ্কা, মার্কিনী সিনে-পরিচালক জেফ নিকোলাস, নরওয়ের পরিচালক জোয়াকিম ট্রিয়ার, ফরাসি ডিরেক্টর লাডো লি।
<আরও পড়ুন: উইল স্মিথ কি মুম্বইতে সাধগুরুর সঙ্গে দেখা করেছিলেন? জানুন আসল সত্যিটা>
French actor Vincent Lindon is the Jury President of the 75th Festival de Cannes! Along with his eight jury members, he will reward one of the 21 films in Competition with the Palme d'or, on Saturday May 28, during the Closing Ceremony. #Cannes2022
► https://t.co/8CTJtGOIQ6pic.twitter.com/U6bdPGq1Xy— Festival de Cannes (@Festival_Cannes) April 26, 2022
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ মে থেকে শুরু কান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৮ মে অবধি। মঙ্গলবারই চলচ্চিত্র উৎসবের কমিটির তরফে ৯ জন বিচারকের নাম প্রতাশ্যে আনা হয় তাঁদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। সেখানেই দীপিকার নাম নজরে আসে। রণবীর-ঘরণির এমন অনন্য সম্মানে বেজায় খুশি ভক্তরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন