Advertisment
Presenting Partner
Desktop GIF

হলিউডের বড় তারকাদেরও টেক্কা! এবার কান ফিল্ম ফেস্টিভ্যালের 'বিচারক' দীপিকা পাড়ুকোন

কানের রেড কার্পেট থেকে সোজা বিচারকের আসনে, স্বপ্নের মতো জার্নি 'বলিউড মস্তানি'র।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Deepika Padukone, Cannes Film Festival 2022, কান ফিল্ম ফেস্টিভ্যাল, দীপিকা পাড়ুকোন, কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য দীপিকা, bengali news today

দীপিকা পাড়ুকোন

২০১০ সাল। সেবছরই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবারের জন্য পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরনে সাদা-সোনালি রঙের শাড়ি, কপালে টিপ, ভারতীয় সুন্দরীর রূপে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। এরপর ২০১৭ সাল থেকে প্রতিবার কানের রেড কার্পেটে নজর কেড়েছে 'বলিউড মস্তানি'র উপস্থিতি। ২০১৮-১৯ সালেও অভিনেত্রীর কান-লুক আগুন ঝরিয়েছে নেটদুনিয়ায়। তবে ২০২২ সালে অনুরাগীদের বড়সড় সুখবর দিলেন অভিনেত্রী। এবার কানের রেড কার্পেট থেকে সোজা জুরি সদস্য হয়েছেন দীপিকা। তাবড় হলিউড তারকাদের টেক্কা দিয়ে বিচারকের আসনে ভারতীয় অভিনেত্রী। খবরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

দীপিকা-ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নেটমাধ্যম। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্ব দীপিকার। মোট ৯ জন জুরি সদস্য রয়েছেন। দীপিকার পাশাপাশি তাবড় তারকাদের নামও রয়েছে তালিকায়। কারা জানেন? ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। ইরানের খ্যাতনামা পরিচালক আসগর ফারহাদি, সুইডিশ নায়িকা নুমি রাপাস, ব্রিটিশ লেখিকা, পরিচালক তথা অভিনেত্রী রেবেকা হল, ইটালিয়ান অভিনেতা পরিচালক জাসমিন ট্রিঙ্কা, মার্কিনী সিনে-পরিচালক জেফ নিকোলাস, নরওয়ের পরিচালক জোয়াকিম ট্রিয়ার, ফরাসি ডিরেক্টর লাডো লি।

<আরও পড়ুন: উইল স্মিথ কি মুম্বইতে সাধগুরুর সঙ্গে দেখা করেছিলেন? জানুন আসল সত্যিটা>

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ মে থেকে শুরু কান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৮ মে অবধি। মঙ্গলবারই চলচ্চিত্র উৎসবের কমিটির তরফে ৯ জন বিচারকের নাম প্রতাশ্যে আনা হয় তাঁদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। সেখানেই দীপিকার নাম নজরে আসে। রণবীর-ঘরণির এমন অনন্য সম্মানে বেজায় খুশি ভক্তরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

hollywood deepika padukone Cannes Film Festival bollywood Entertainment News
Advertisment