Deepika 1st Birthday After Dua Birth: ৫ জানুয়ারি দীপিকা পাডুকোনের জন্মদিন। মা হওয়ার পর প্রথম জন্মদিন বলে কথা। তাই ২০২৫-এ বলিউডের মস্তানির জন্মদিনের খুঁটিনাটি জানতে আগ্রহী ভক্তরা। রণবীর সিং কী উপহার দিলেন বা পরিবার-প্রিয়জনদের সঙ্গে কী ভাবে দিনটা কাটাচ্ছেন সব কিছু নিয়েই অনুরাগীদের জানার একটা প্রবল আগ্রহ। কিন্তু, বার্থডে গার্ল দীপিকা এখনও পর্যন্ত জন্মদিন সেলিব্রেশনের কোনও ছবি শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়। রণবীর সিংও স্ত্রীর জন্মদিনে এখনও কোনও শুভেচ্ছাবার্তা পোস্ট করেননি। দীপিকার জন্মদিনে একবার ফিরে দেখা পর্দায় 'মা' হওয়ার মুহূর্গুলো।
'বাজিরাও মস্তানি' থেকে 'কল্কি', মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছেন দীপিকা পাডুকোন। এক নজরে দেখে নেওয়া যাক বড় পর্দায় কতবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ২০২৪-এ মুক্তি পেয়েছে 'কল্কি'। শ্যুটিংয়ের সময় নিজেই অন্তঃসত্ত্বা ছিলেন দীপিকা। আর পর্দায় মায়ের চরিত্রে 'সুমতি' দীপিকা সুপারহিট। ২০২৩-এ জওয়ানে শাহরুখের ছেলের মায়ের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দেন দীপিকা। ক্যামিও চরিত্রে ঐশ্বর্য রাঠোরের ভূমিকায় আরও একবার মায়ের চরিত্রে 'ফাটাফাটি' দীপিকা।
এবার আসা যাক ২০২২-এর অন্যতম হিট মুভি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান'-এ। দীপিকার চরিত্র দাগ কেটেছিল দর্শকের মনে। দ্বিতীয়ভাগে রণবীরের মায়ের চরিত্রে দীপিকাকে দেখা যাবে বলেই মনে করছে দর্শক। টবাজিরাও মস্তানি'-তেও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। সন্তানকে কোলে নিয়ে তরোবারি চালানোর দৃশ্যে দীপিকার অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। সেলুলয়েডে একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সেলেব মম দীপিকা পাডুকোন।
২০২৪-এর ৮ সেপ্টেম্বর দীপিকার কোলে এসেছে তাঁর প্রথম সন্তান। লিটল প্রিন্সেসের নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং। দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। ডিজাইনার উজ্জ্বল লাল বর্ণের পোশাকে একজোড়া পায়ের ছবিই শুধু শেয়ার করেছিলেন অভিনেত্রী। নির্দিষ্ট কিছু সেলেব পাপারাৎজ্জিদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে মেয়ের মুখ দর্শন করিয়েছেন দীপবীর। ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে রণবীর-দীপিকা তাঁদের একমাত্র রাজকন্যা দুয়ার মুখ দেখাবেন।