Advertisment
Presenting Partner
Desktop GIF

বিচ্ছেদের গুঞ্জন! সংসারে ধৈর্য রাখার ইঙ্গিত দিয়েই কী বলতে চাইছেন দীপিকা?

ভুটান ট্রিপে একাই গিয়েছিলেন দীপিকা, সেই থেকেই শুরু গুঞ্জনের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
deepika padukone, Ranveer singh, deepika padukone bollywood, deepika padukone married with ranveer singh, deepika padukone actress, deepika padukone update news, deepika padukone news update, Ranveer singh bollywood, Ranveer singh actor, Ranveer singh bollywood, Ranveer singh update, Ranveer singh new movie, bollywood, bollywood update, latest entertainment news

দীপিকা-রণবীর

সম্পর্ক ভাঙ্গা এখনকার দিনে কোনও ব্যাপার না। সাধারণ মানুষ হোক কিংবা তারকাদের মধ্যে... প্রেমের ভাঙন কিংবা বিবাহ বিচ্ছেদ লেগেই রয়েছে। কিছুদিন ধরেই গুঞ্জন, দীপিকা এবং রনবীরের মধ্যে নাকি 'তু তু ম্যায় ম্যায়?'

Advertisment

সবসময়ই শিরোনামে থাকেন দীপিকা। কখনও বিতর্ক কখনও তাঁর লুক...এই নিয়ে আলোচনায় থাকেন সবসময়ই। তবে, এবার তাঁর বিয়ে নিয়ে নানা আলোচনা। এবং তার থেকেও বড় কথা সম্পর্কে ধৈর্যের কথা শুনিয়েই একরকম সন্দেহের সৃষ্টি করছেন তিনি। দীর্ঘ দিনের প্রেম, তারপর বিয়ে...দীপিকার প্রাক্তনদের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু একটা সময় রণবীর নিজেই হয়েছিলেন তাঁর মসীহা। অন্ধকার থেকে আলোয় বের করে এনেছিলেন তিনি। দীপিকার কথায়, সুখী দাম্পত্যের সংজ্ঞা আসলেই কী?

আরও পড়ুন < বাড়ির সামনে পাওনাদার, কোটি কোটি টাকার দেনা! অপমানে-লজ্জায় ভুগছিলেন অমিতাভ >

তাঁদের মধ্যে অশান্তি খুব একটা হয় না। অভিনেত্রী বললেন, "আমার মনে হয় এখন বিয়ের সম্পর্কে ভাল থাকার একটাই রাস্তা সেটা হল ধৈর্য। আমরা সিনেমাটিক বিয়ে অথবা আশেপাশের মানুষের বিয়ে দেখে বড় হই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায়, সকলের পথচলা আলাদা ধরনের।" এমনকি অভিনেত্রী এও জানালেন, কথাগুলো শোনাতে অদ্ভুত লাগলেও আমাদের মত সব কাপলদের আগের জেনারেশনের থেকে ধৈর্য ধরে সংসার করাটা শেখা উচিত।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে তারও আগে বছর ছয়েকের প্রেম। দীপিকার বিশ্বাস অর্জন করতে শুটিং ফ্লোর থেকে রিয়ালিটি শো সব জায়গায় হাজিরা দিতেন রণবীর। এমনিতেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন? এনার্জিতে ভরপুর রণবীর, এক জায়গায় বসেন না উল্টোদিকে শান্ত মিতভাষী দীপিকা স্বামীকে এক্সপ্লোর করতে বেশ মজাই পান।

bollywood Entertainment News
Advertisment