Advertisment
Presenting Partner
Desktop GIF

Deepika Padukone : মা হওয়ার পর কী ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন? জানালেন তারকা মম দীপিকা

Deepika Padukone Skin Care : মা হওয়ার পরও নিয়মিত ত্বক চর্চা করতে পারছেন? নাকি গ্ল্যামারাস লুক 'গন'? সত্যিটা নিজেই জানালেন নিউলি মাম্মি দীপিকা পাডুকোন।

author-image
Kasturi Kundu
New Update
শাহরুখ থেকে হৃতিক, বলিউড অভিনেতারা বিয়েতে নাচতে কোটি কোটি টাকা নেন, অঙ্ক জানলে অবাক হবেন

মা হওয়ার পর কী ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন দীপিকা?

Deepika Padukone Skin care routine : মা হওয়ার পর আমূল বদলে গিয়েছে বলিউডের গর্জাস ডিভা দীপিকা পাডুকোনের জীবন। সে কথা নিজেই জানিয়েছেন বলিউডের মস্তানি। গ্ল্যামারস লুক পেতে দৈনন্দিন তকচর্চাও করা হচ্ছে না। মাতৃত্বের কারণে যে শুধু সাধারণ মানুষের জীবন বদলায় না, ফের সেই প্রমাণ মিলল মিউলি মাম্মি দীপিকার থেকেও। একরত্তি মেয়েকে সামলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের কাছাকাছি থাকছেন রণবীর ঘরণী। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে দীপিকা জানিয়েছেন মেয়ের জন্মের পর কী ভাবে রূপচর্চা করছেন। যা দেখলে আপনিও হেসে কুটোপুটি খাবেন। তবে এটাই যে বাস্তব। 

Advertisment

দীপিকার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বিশাল ড্রাম ভর্তি জল। সেখান থেকে এক মুঠো জল তুলে মুখ ধুয়ে নিচ্ছেন। এই ভিডিও পোস্ট করে দীপিকা লেখেন, 'মা হওয়ার পর এটাই আমার স্কিন কেয়ার রুটিন'। যা থেকে এটা স্পষ্ট, গ্ল্যাম ডিভা দীপিকা পাডুকোনও আর পাঁচ সাধারণ মায়ের মতোই মেয়েকে নিয়ে ব্যস্ত।

লক্ষ্মীছানাকে সামলানোর পর আর নিজের পরিচর্চার সময় পাচ্ছেন না। মেয়ে হওয়ার পর আপাতত শ্যুটিং ফ্লোর থেকে ক্ষণিকের বিরতি নিয়েছেন। কিন্তু, প্রেগন্যান্সিতেও কল্কি, সিংহম এগেইনের মতো সিনেমার শ্যুটিং করেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কল্কির প্রচারে দীপিকার উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছিল।

আর কোলে সন্তান আসার পর মুক্তি পেয়েছে সিংহম এগেইন। লাইট-ক্যামেরা-অ্যাকশনকে দূরে রেখে এখন লিটল প্রিন্সেস দুয়াকে নিয়েই সারাদিন কাটছে দীপিকার। দিওয়ালিতে রাজকীয় ঢঙে রাজকন্যার ছবি প্রকাশ্যে এনে নাম শেয়ার করেছেন দীপবীর।

'দুয়া' নাম নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছে এই সেলেব পেরেন্টস। বিতর্কের মাঝে দীপিকার সাফ জবাব, দুয়ার অর্থ প্রার্থনা। অনেক প্রার্থনা করে মেয়েকে পেয়েছেন। তাই কন্যা সন্তানের নাম রেকেছেন দুয়া পাডুকোন সিং। 

Bollywood Couple bollywood movie bollywood actress Skin Care deepika padukone
Advertisment