'৮৩' সিনেমার শুট শেষ করেই শকুন বাত্রার পরিচালনায় নতুন ছবির কাজে হাত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সিনেমার নাম তখনও ঘোষণা করেননি নির্মাতারা। কাস্টিংয়ে দীপিকার মতো বড় নামের পাশাপাশি রয়েছেন অনন্যা পাণ্ডে (Ananya Pandey), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), ধৈর্য কারওয়া। সোমবার সেই ছবিরই টিজার প্রকাশ্যে এল। শকুন বাত্রার এই ছবি যে ছকভাঙা এক ভালবাসার গল্প বলবে, প্রথম ঝলকেই মিলল তার ইঙ্গিত।
Advertisment
সোমবার টিজার মুক্তির পাশাপাশি সিনেমার নামও প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। 'গহেরাইয়া' (Gehraiyaan)- ছবির নামের মধ্যেই গল্পের ইঙ্গিত। যে গল্প ভালবাসায় ডুব দেওয়ার কথা বলে। ছকভাঙা ভিন্ন স্বাদের সম্পর্কের রসায়ন দেখানোর চেষ্টা করেছেন পরিচালক শকুন (Shakun Batra)। সম্পর্কের চড়াই-উতরা, মান-অভিমান নিয়ে সাজানো চিত্রনাট্য। এই প্রজেক্ট ঘোষণার পর থেকেই অবশ্য অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল সিনেমার গল্প নিয়ে। টিজার প্রকাশ্যে নিয়ে আসার পরও সেই কৌতূহল জিইয়ে রাখলেন পরিচালক।
ইতিমধ্যেই 'গহেরাইয়া'র টিজার দেখে সিনেপ্রেমীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সিনেমার প্রথম ঝলক শেয়ার করে দীপিকা লিখেছেন, "আমার হৃদয়ের টুকরো।" অন্যদিকে অনন্যা পান্ডে বলছেন, "এবার আরও খানিক গভীরে যাওয়ার সময় এসেছে।" আরেক অভিনেতা সিদ্ধান্তের মন্তব্য, "কথায় বলে, মানুষ যা কিছু ভালবাসে, নিজের একাংশ তার মধ্যে ছেড়ে যায়, হয়তো আমার হৃদয়ের এক টুকরো এখানে পাবেন।"
আগামী ২৫ জানুয়ারি 'গহেরাইয়া' মুক্তি পাচ্ছে আমাজন প্রাইমে (Amazon Prime Video)। সেই প্রসঙ্গেই আবার নেটদুনিয়ার একাংশ প্রশ্ন তুলেছেন, দীপিকা পাড়ুকোনের মতো বলিউডের বড় নামও কি এবার বড়পর্দার পরিবর্তে ডিজিটাল রিলিজের দিকে ঝুঁকছেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন