scorecardresearch

সাতসকালে দীপিকার সঙ্গে রূপচর্চায় মগ্ন শাহরুখ! বললেন, ‘ওকে পোশাক বদলাতে শেখাব’

দীপিকার সঙ্গে খুল্লামখুল্লা ফ্লার্ট শাহরুখের!

SHAH RUKH KHAN, DEEPIKA PADUKONE, Shah Rukh Deepika, PATHAAN, JOHN ABRAHAM, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN SALMAN CAMEO, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, bollywood news, bolly world news, শাহরুখ খান, পাঠান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, শাহরুখ দীপিকা জন, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, শাহরুখ দীপিকা, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর
দীপিকা পাড়ুকোনকে নিয়ে এ কী বললেন শাহরুখ খান?

এদিকে বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। ইতিমধ্যেই ৯০০ কোটি পার। ১০০০ কোটির ক্লাবে ঢোকা অপেক্ষা মাত্র। আর এসবের মাঝেই শাহরুখ খান কিনা দীপিকা পাড়ুকোনের সঙ্গে রূপচর্চায় মগ্ন। স্কিন কেয়ার রুটিন শেষ হতেই কিং খান বললেন, “এবার পোশাক বদলাতে শেখাব।..” ভাবছেন তো হচ্ছেটা কী?

আসলে দীপিকা নিজের স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করেছেন। তারই ভিডিওতে শাহরুখ একেক করে ক্লিনজার থেকে ক্রিম সবকটা দীপিকার পাশে দাঁড়িয়ে তাঁর নির্দেশ অনুযায়ী মুখে মাখলেন। শুধু তাই নয়, ‘পাঠান’ অভিনেত্রীর সঙ্গে মশকরা করার সুযোগও ছাড়লেন না।

কম যান না বলিউড মাস্তানিও। শাহরুখকে বললেন, “আশা করি এই ভিডিও দেখে তোমার স্ত্রী আর সন্তানরা খুব খুশি হবে। জীবনে অন্তত একটা দিন নিজের ত্বকের ঠিকঠাক চর্চা করলে..!” পাল্টা কিং খানের রসিকতা- “হ্যাঁ গৌরী আমাকে চিনতে পারলে হয়।” এরপরই শাহরুখ এমন একটা কথা বললেন অন ক্যামেরা, যা বলার আগে নিজেই জিভ কাটলেন! বললেন- “এটা শুনলে হয়তো অনেকে খারাপ মনে করতে পারেন..।” কী বললেন?

রূপচর্চার শেষে দীপিকার দিকে তাকিয়ে বললেন, “এবার ওকে পোশাক বদলাতে শেখাবো।” যা শুনে লজ্জায় রাঙা হয়ে ক্যামেরাকে বিদায় জানালেন অভিনেত্রী।

প্রসঙ্গত, শাহরুখ-দীপিকা জুটি মানেই সিনেমা সুপারহিট! ‘পাঠান’ তার জ্বলন্ত উদাহরণ। দীপিকা এর আগে বলেছিলেন, আমাদের রসায়ণটা একইরকম রয়ে গিয়েছে প্রথম সিনেমা থেকেই। তবে চিত্রনাট্যের বাইরেও আমাদের সমীকরণটা বিশেষ। নায়িকার হিট-নায়কও কম যান না। সম্প্রতি মাস্তানির অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করে প্রকাশ্যেই খুল্লামখুল্লা ফ্লার্ট করছিলেন! শুধু তাই নয়, বলিউড মাস্তানির রূপ ও গুণের প্রশংসাতেও পঞ্চমুখ বাদশা।

[আরও পড়ুন: ‘টাকা দিন নইলে..’, তৃণার নগ্ন ছবি ভাইরাল করার হুমকি! থানায় যাচ্ছেন নায়িকা]

কিং খান বলেছিলেন, “দীপিকার অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাচ্ছে একটা মানুষের উপর বসে, তাকে পুরো ঘুরিয়ে আবার মেঝেতে ছুঁড়ে ফেলে মারপিট … ইশ যদি আমার সঙ্গে ও এরকম করত। ওঁর ভিতরে এত ভাসবাসা যে কী বলব! আমার তো ওই ছেলেটাকে দেখে হিংসে হচ্ছিল যে এত্ত সুন্দরী একটা মেয়েকে এত কাছ থেকে পাওয়া! আমি হলে বলতাম- আরো মারো, আরো মারো আমাকে।..” আর এবার রূপচর্চার ভিডিওতে এমন কথা বাদশার মুখে। যদিও অনুরাগীরা কমেন্টে কমেন্টে ছেয়ে ফেলেছেন। তবে পুরো বিষয়টাই দীপিকা পাড়ুকোনের স্কিন কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনী প্রচার ছাড়া আর কিছু নয়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukone teaches morning skincare routine to shah rukh khan