Deepika Padukone-Walk of Fame: ভারতের গর্ব দীপিকা, বিরাট সম্মানে সম্মানিত হতে চলেছেন লেডি সুপারস্টার..

উল্লেখ্য, ২০১৭ সালে 'এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ' দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। তিনি টাইমের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা এবং ভ্যারাইটির আন্তর্জাতিক স্তরে ক্ষমতাশালী নারী হিসেবেও স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে 'এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ' দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। তিনি টাইমের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা এবং ভ্যারাইটির আন্তর্জাতিক স্তরে ক্ষমতাশালী নারী হিসেবেও স্থান পেয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
deepika pathan

বিরাট ঘটনা ঘটল দীপিকার জীবনে... Photograph: (Instagram)

Deepika Padukone-Walk of Fame: তিনি কেন সুপারস্টার, তাঁর প্রমাণ বোধহয় এর মাধ্যমেই মেলে। দীপিকা পাডুকোন আবারাও ভারতের মুকুটে নয়া পালক জুড়েছেন। ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত কারণ দীপিকা পাড়ুকোন আগামী বছরের ঐতিহ্যবাহী হলিউড ওয়াক অফ ফেম তারকা প্রাপক হিসাবে নির্বাচিত হয়েছেন। বুধবার ওভেশন হলিউড থেকে সরাসরি সংবাদ সম্মেলনে রেকর্ডিং, মোশন পিকচার, টেলিভিশন, লাইভ থিয়েটার/লাইভ পারফরম্যান্স এবং স্পোর্টস এন্টারটেইনমেন্ট জগতের অন্যান্য খ্যাতিমান ব্যক্তিত্বদের সঙ্গে দীপিকার নাম ঘোষণা করা হয়।

Advertisment

মাইলি সাইরাস, টিমোথি চালামেট, হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী রাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসেকেও হলিউড ওয়াক অফ ফেম তারকা সম্মানে ভূষিত করা হবে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দীপিকার ভক্তরা উচ্ছ্বসিত।

Bollywood Actress: পুত্র সন্তান ছিল না, মাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়! ক্ষোভে ফুঁসছিলেন অভিনেত্রী

উল্লেখ্য, ২০১৭ সালে 'এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ' দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। তিনি টাইমের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা এবং ভ্যারাইটির আন্তর্জাতিক স্তরে ক্ষমতাশালী নারী হিসেবেও স্থান পেয়েছেন। তিনি আগের বছরগুলিতে কান চলচ্চিত্র উৎসব এবং মেট গালাতেও উল্লেখযোগ্য উপস্থিতি দেখিয়েছেন। হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল, গত ২০ জুন এক সভায় শতাধিক মনোনয়ন থেকে তাদের নির্বাচিত করে।

Advertisment

২৫ জুন চেম্বারের পরিচালনা পর্ষদ কর্তৃক বাছাইগুলি অনুমোদন করা হয়েছিল। ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ওয়াক অব ফেম সিলেকশন কমিটির চেয়ারম্যান পিটার রথ এক বিবৃতিতে বলেন, "২০২৬ সালের  ঐতিহ্যের অংশ হিসেবে ওয়াক অব ফেমে অন্তর্ভুক্ত ৩৫ জন সম্মানিত ব্যক্তির নতুন নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই প্রতিভাবান ব্যক্তিরা বিনোদন জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং আমরা তাদের এই প্রাপ্য স্বীকৃতি দিয়ে সম্মানিত করতে পেরে রোমাঞ্চিত।" 

bollywood deepika padukone bollywood actress