/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/deepika-padukone-7591.jpg)
xxx: রিটার্ন অফ জেন্ডার কেজের পর আবারও হলিউডে ফিরছেন দীপিকা পাড়ুকোন
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ২০১৭-য় ভিন ডিজেলের বিপরীতে 'xxx: রিটার্ন অফ জান্ডার কেজ' ছবি দিয়ে হলিউডে ডেবিউ করেছিলেন। এবার সেই সিরিজেরই চতুর্থ ছবিতে হলিউডে পুনঃপ্রবেশ করছেন তিনি। পরিচালক ডিজে করুসো সোমবার টুইট করে জানিয়েছেন এই খবর। ট্রিপল এক্সের তৃতীয় ভাগে সেরেনা আঙ্গারের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে।
<আরও পড়ুন: ‘প্রসেনজিৎ শ্মশানের ডোম’! ‘ইন্ডাস্ট্রি’কে নিয়ে গাত্রদাহ প্রযোজক রানার>
ডিজে করুসো চাইনিজ গায়ক-অভিনেতা রয় ওয়াংকে নিজেই নিশ্চিত করেন। এরপর কোন এক টুইটারেতি দীপিকার অবস্থান নিয়ে জানতে চাইলে পরিচালক উত্তরে হ্যাঁ বলেন। ২০০২-এ শুরু হয়েছিল ট্রিপল এক্স ফ্র্যাঞ্চাইজ। দ্বিতীয় ভাগ মুক্তি পেয়েছিল ২০০৫-এ, যার নাম ছিল 'xxx: স্টেট অফ দ্য ইউনিয়ন'।
Welcome to the family#RoyWang! https://t.co/YaVjp58ADb
— D.j. Caruso (@Deejaycar) September 3, 2018
What about @deepikapadukone . will she be the part of the film?
— Tariq???????? (@Derewaal) September 3, 2018
Yes!
— D.j. Caruso (@Deejaycar) September 3, 2018
কিছু সপ্তাহ আগে পরিচালককে দীপিকার শুটিং শিডিউল নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ''সেটার ওপর কাজ চলছে, আপাতত চিত্রনাট্যটা ঠিক হয়েছে।"
#rollwaves. Send me a link
— D.j. Caruso (@Deejaycar) August 22, 2018
৩২ বছরের নায়িকা ভারতেও তাঁর প্রথম হলিউড ছবির প্রচার করেছিলেন। যখন পরিচালক ডিজে করুসো এবং সহ-অভিনেতা ভিন ডিজেল মুম্বই বিমানবন্দরে নামেন, দেশীয় কায়দায় তাঁদের অভ্যর্থনা জানিয়েছিলেন তিনি। ভিন নিজেও তাঁর এবং দীপিকার ছবির প্রচারের সময়ের মুহুর্ত শেয়ার করেছিলেন নেট দুনিয়ায়।
আরও পড়ুন, নতুন করে শুট করা হবে মনিকর্ণিকার বেশিরভাগ দৃশ্য
'xxx: রিটার্ন অফ জান্ডার কেজ' বেশ ভালই ব্যবসা করেছিল বক্স অফিসে। এদিকে বলিউডে দীপিকার শেষ ছবি 'পদ্মাবত'। তবে ইরফান খানের বিপরীতে নতুন ছবির কাজ শুরু হতে চলেছে 'পিকু' গার্লের।