বছর চারেক পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ ( Shah Rukh Khan )। বলাই বাহুল্য, শাহরুখ অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। তারপরে আবার দীপিকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবির প্রথম গান বেশরম রং রিলিজ করার পর থেকেই চরম উত্তেজনা! দীপিকার ( Deepika Padukone ) পোশাক নিয়ে বিবাদ তুঙ্গে। তবে, এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন প্রকাশ রাজ ( Prakash Raj )।
নতুন গানে বিকিনি পরেই আগুন তুলেছেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকেই নানান বিতর্ক! কেউ বলছেন অশ্লীল আবার কেউ বলছেন ভারতীয় নারীর আচরণ এমন নয়। যদিও এসব বিষয়কে তুচ্ছ করেই দেখছেন সিনে-দুনিয়ার সদস্যরা। তবে, সাধারণ মানুষদের অনেকেই তাঁকে নিয়ে ট্রোল করছেন। ছবির উদ্দেশ্য খারাপ, সেই কারণেই দেশজুড়ে নানান স্থানে অভিযোগ দায়ের করছেন অনেকেই। কিন্তু প্রকাশ রাজ সম্পূর্ণ বিষয়কে নস্যাৎ করেই বললেন…
আরও পড়ুন < ভারাক্রান্ত মনেই চলচ্চিত্র উৎসবে চঞ্চল, হাসিমুখে শাহরুখের সঙ্গে সেলফি নিলেন ‘হাওয়া’ অভিনেতা >
"শুধু একটা প্রশ্ন করতে চাই, যখন গেরুয়া পরিহিত ধর্ষকদের গলায় মালা পরানো হয়? কিছু দালাল বিধায়ক যখন ঘৃণাভরা বক্তৃতা দেন? যখন এই বসন পরা স্বামীজি দলিতদের ধর্ষণ করেন তখন কারওর কোনও মাথাব্যাথা নেই। শুধু সিনেমায় একটা নির্দিষ্ট রঙের পোশাক নিয়ে ঝামেলা"। সবসময়ই স্রোতের বিপরীতে চলেন তিনি। সমাজকে মাঝমধ্যেই প্রশ্নের মুখে ফেলেন। বিশেষ করে এই গান দেখার পরেই চক্ষু ছানাবড়া বেশিরভাগের।
সিনেমার প্রয়োজনে কত কিছুই না করতে হয়, যদিও দীপিকার আকর্ষণীয় চেহারার অধিকারিণী বলেই সাধুবাদ দিচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বন্সাল বলেন, "গেরুয়া রঙের অবমাননা করছেন দীপিকা। একজন হিন্দু মহিলা গেরুয়া রঙের পোশাক পরে ইসলামী জিহাদিদের পুতুল হিসেবে কাজ করছে। রাষ্ট্রদ্রোহের একটা সীমা আছে। লিউডকে কলঙ্কিত করে এই ভাই ও টুকডে টুকডে গ্যাংকে হিন্দু সমাজ আর সহ্য করবে না।"