/indian-express-bangla/media/media_files/2025/09/20/srk-2025-09-20-14-48-28.jpg)
কী বলছেন দীপিকা?
নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮- এডি থেকে নাটকীয়ভাবে বিদায় নেওয়ার পর দীপিকা পাড়ুকোন শনিবার ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবি কিং নিয়ে। যেখানে আবারও জুটি বাঁধছেন শাহরুখ খানের সঙ্গে। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে তিনি ও শাহরুখের হাত ধরে থাকা একটি ছবি শেয়ার করেই এমন কিছু লেখেন..
ওম শান্তি ওম দিয়ে শাহরুখের সঙ্গেই বলিউডে প্রথম কাজ শুরু তাঁর। এরপর এঁকে এঁকে নানা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও খেয়াল করলে দেখা যাবে, শাহরুখের বেশ পছন্দের মানুষ তিনি। কিং খান তাঁকে খুব স্নেহ করেন। দীপিকা শাহরুখের হাত ধরেই লিখলেন
“প্রায় ১৮ বছর আগে ওম শান্তি ওম–এর সেটে শাহরুখ প্রথম আমাকে শিখিয়েছিলেন, সিনেমা বানানোর অভিজ্ঞতা এবং যাঁদের সঙ্গে বানানো হয়, সেটাই আসল, সাফল্য অনেক পরের গল্প। সেই শিক্ষা আজও আমি প্রতিটি সিদ্ধান্তে প্রয়োগ করি। আর হয়তো সে কারণেই আমরা একসঙ্গে ষষ্ঠ ছবিতে কাজ করছি।”
যদিও এটি নতুন ছবির ঘোষণা, অনেকেই এটিকে কল্কি 2898 এডি বিতর্কের সূক্ষ্ম প্রতিক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন। ভক্তরা তাঁর পোস্টে সমর্থনের বার্তা ভরিয়ে দেন। কেউ লিখেছেন, “কল্কির নির্মাতাদের উদ্দেশে এই বার্তা।” আবার কেউ মন্তব্য করেছেন, “আপনার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলা অন্যায়- আপনি গর্ভাবস্থার শেষ মাসেও সিনেমার প্রচার করেছেন।”
দীপিকার এই পোস্টটি ফের বিতর্ক উস্কে দিয়েছে। কল্কি 2898 এডি–এর প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ তাঁর সিক্যুয়েল থেকে বিদায় নিশ্চিত করেছেন তিনি। তাদের বিবৃতিতে বলা হয়, “সাবধানী আলোচনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের সিনেমা আরও বেশি প্রতিশ্রুতির দাবি রাখে।”
বিভেদের কারণ নিয়ে বিভিন্ন প্রতিবেদন সামনে এসেছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, দীপিকা ফি ২৫% বাড়ানোর পাশাপাশি তাঁর ২৫ সদস্যের দলের জন্য বিলাসবহুল আবাসনের দাবি তুলেছিলেন। অপরদিকে ইন্ডিয়া টুডে দাবি করেছে, মূল সমস্যা ছিল স্ক্রিপ্ট পরিবর্তন- যেখানে দীপিকার চরিত্র নায়িকা থেকে হ্রাস পেয়ে কেবল ক্যামিওতে সীমাবদ্ধ হয়।