Zubeen Garg Wife: স্বামীর অকাল প্রয়াণে বুক ফাটা কান্না স্ত্রী গরিমার-চোখে জল জুবিনের প্রিয় পোষ্যর, ভাইরাল ভিডিও

Zubeen Garg Tragic Death: স্বামীর আকস্মিক মৃত্যুকে শোকে পাথর স্ত্রী গরিমা। চোখে জল প্রিয় পোষ্যর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রয়াত শিল্পীর স্ত্রী-পোষ্যর সেই আবেগঘন মুহূর্ত।

Zubeen Garg Tragic Death: স্বামীর আকস্মিক মৃত্যুকে শোকে পাথর স্ত্রী গরিমা। চোখে জল প্রিয় পোষ্যর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রয়াত শিল্পীর স্ত্রী-পোষ্যর সেই আবেগঘন মুহূর্ত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শোকস্তব্ধ স্ত্রী ও পোষ্য

Zubeen Garg Wife Pet Dog Sad Moment: জুবিন গর্গ, সংগীতের দুনিয়ায় এক উল্লেখযোগ্য নাম। অহমিয়া থেকে বলিউড, বাংলা গানে জুবিনের অনবদ্য অবদান অনস্বীকার্য। কণ্ঠের জাদুতে সংগীতপ্রেমীর হৃদয় জুড়ে ছিলেন জুবিন গর্গ। শুক্রের দুপুরে দুর্ঘটনায় জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ। উৎসবের মরশুমে বিনোদুনিয়ায় এমন মন ভারাক্রান্ত করা খবর আছড়ে পড়বে এটা সত্যিই একেবারে অপ্রত্যাশিত। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই  স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জুবিন গর্গ। গায়কের মর্মান্তিক মৃত্যুতে কাঠগোড়ায় অনুষ্ঠানের আয়োজকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরল জুবিনের কণ্ঠে শেষ পারফরম্যান্স 'Tears In Heaven'। একইসঙ্গে আরও একটি হৃদয়বিদারক মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। 

Advertisment

আরও পড়ুন লাইফ জ্যাকেট ছাড়াই জলে নামেন জুবিন? চূডা়ন্ত গাফিতলিতেই মর্মান্তিক মৃত্যু? আয়োজকদের বিরুদ্ধে দায়ের FIR

মাত্র ৫২ বছরে স্বামীর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না গরিমা। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন প্রয়াত গায়কের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যাচ্ছে স্ত্রী গরিমা ও পরিবারের অন্য সদস্যদের মন ভারাক্রান্ত। চোখের জল যেন কিছুতেই থামছে না। অসমের একটি সংবাদমাধ্যমের ক্লিপিংও এক্স হ্যান্ডেলে মারাত্মক ভাইরাল। জুবিনের আকস্মিক মৃত্যুতে চোখের কোণে জল প্রিয় পোষ্যর। জুবিন শুধু সংগীতের আইকনই ছিলেন না, সুন্দর ব্যবহারে প্রতিটি ভক্তের হৃদয়ে ছিল তাঁর বিশেষ স্থান। জুবিনের মতো তাঁর স্ত্রী গরিমা সাইকিয়াও অসমের একজন পরিচিত মুখ। 

Advertisment

 আরও পড়ুন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জুবিন গেয়েছিলেন..., সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে চোখে জল ভক্তদের

কে এই গরিমা?

গারিমা সাইকিয়া গর্গ একজন খ্যাতনামা কস্টিউম ডিজাইনার ও প্রযোজক। অসমিয়া ও আঞ্চলিক ভারতীয় ছবিতেও রয়েছে তাঁর বিশেষ অবদান। একাধিক ছবিতে সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন গরিমা। কাঞ্চনজঙ্ঘা (২০১৯), সিকার (২০২৪) এবং মিশন চায়না (২০১৭)-এর মতো ছবিতে কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছেন। ২০০২ সালে তিনি গায়ক জুবিন গর্গের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। অসমে জন্মগ্রহণ করা গরিমার শৈশব থেকেই শিল্পকলার প্রতি গভীর প্রেম। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক সম্পন্ন করেন এবং পরে লেখালেখি, সম্পাদনা ও ভ্লগিংয়ের দুনিয়ায় খ্যাতি অর্জন করেন। একইসঙ্গে তিনি সিপিডব্লিউডি (ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ)-তে শিল্প প্রশিক্ষণও নেন। 

আরও পড়ুন ময়নাতদন্তের পর দেশে ফিরবে জুবিনের দেহ-শেষকৃত্যের আয়োজন, আর কী জানালেন অসমের মুখ্যমন্ত্রী?

Zubeen Garg