Advertisment
Presenting Partner
Desktop GIF

আদালতে বড় স্বস্তি জ্যাকলিনের, জামিন পেলেন ২০০ কোটি আর্থিক দুর্নীতি মামলায়

সুকেশ চন্দ্রশেখর মামলায় রেহাই বলিউড অভিনেত্রীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jacqueline Fernandez, Jacqueline Fernandez delhi court, Jacqueline Fernandez Sukesh Chandrashekhar case, Sukesh Chandrashekhar case, Jacqueline Fernandez extortion case, delhi court, delhi, delhi news, Indian Express news, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইডি, সুকেশ চন্দ্রশেখর আর্থিক দুর্নীতি

২০০ কোটি আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় এবার বড়সড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। মঙ্গলবারই দিল্লি আদালতে শুনানি চলছিল সুকেশ চন্দ্রশেখর মামলার। ইডির ব়্যাডারে পড়ে একাধিকবার জেরার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। সেই প্রেক্ষিতেই আদালতের কাছে পাল্টা জামিনের আবেদন করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সংশ্লিষ্ট মামলায় এবার বলিউড অভিনেত্রীকে স্বস্তি দিল আদালত।

Advertisment

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নায়িকার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছিল ED। অক্টোবর মাসের শেষের দিকেই আদালতের কাছে ইডি দাবি করে যে, সুকেশ মামলায় নাম জড়ানোর পরই জ্যাকলিন নাকি দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। শুধু তাই নয়, সমস্ত তথ্য-প্রমাণও নষ্ট করতে চান জ্যাকলিন। এবং তারই পাল্টা জ্যাকলিন ফার্নান্ডেজ আদালতের কাছে জামিনের আবেদন জানিয়েছিলেন।

নভেম্বর মাসের ১০ তারিখে আদালতে শুনানি চলাকালীন ইডিকে কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়। দিল্লি আদালতের বিচারক একপ্রকার তুলোধনা করেছেন। ইডিকে সাফ বলা হয়েছিল যে, ‘কারও মুখ দেখে পদক্ষেপ করবেন না। যদি তথ্য-প্রমাণাদি থেকেই থাকে তাহলে এতদিন কেন জ্যাকসিন ফার্নান্ডেজকে গ্রেপ্তার করা হয়নি?'

<আরও পড়ুন: প্রেমিকাকে কেটে ৩৫ টুকরো! দিল্লির Dexter আফতাবের চরম শাস্তি চান স্বরা ভাস্কর>

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পান জ্যাকলিন। তবে অভিনেত্রীর জামিনের বিরোধিতা করে আদালতে পাল্টা আবেদন করে ইডি। অক্টোবরের শেষের দিকে সেই মামলারই শুনানি চলছিল। সেখানেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনে ইডি। তাঁদের দাবি, অভিনেত্রী দেশ ছেড়ে পালিয়ে এই মামলা থেকে রেহাই পেতে চেয়েছিলেন। তথ্য-প্রমাণাদিও নষ্ট করার পরিকল্পনা ছিল তাঁর।

অন্যদিকে, জ্যাকলিনের আইনজীবী জানান, ইডির তরফে এখনও এই বিষয়ে কোনও ডকুমেন্ট পাননি অভিনেত্রী। এরপরই কোর্টের তরফে ইডির কাছে নির্দেশ যায়। তবে তারপর থেকে স্বস্তিতেই ছিলেন জ্যাকলিন। কারণ অভিনেত্রীর জামিনের মেয়াদ বাড়িয়েছিল আদালত। গত শুনানিতে অভিনেত্রীর জামিনের মেয়াদের পাল্টাই কোর্টের তরফে ইডিকে কড়া নির্দেশ দেওয়া হয়। এবার সংশ্লিষ্ট মামলায় বড়সড় রেহাই পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আদালতের তরফে জামিন পেলেন বলিউড অভিনেত্রী।

Money Laundering ED Jacqueline Fernandez Sukesh Chandrashekhar delhi court bollywood Entertainment News
Advertisment