Dev - Koel: কোয়েলের কেলেঙ্কারি! দেব যা ফাঁস করলেন, শুনলে গা শিউরে উঠবে...

Dev and Koel: একাধিক সব ভালো স্মৃতি রয়েছে দেব কোয়েলের সিনেমা জুড়ে। দেবের প্রথম দিকে কোয়েলের সঙ্গে জুটি বাধা, বাংলা সিনেমা কে যেন এক ঝাঁক কমার্শিয়াল ছবির পাশাপাশি দর্শকদেরকে, দারুন সব মুহূর্ত উপহার দিয়েছিল।

Dev and Koel: একাধিক সব ভালো স্মৃতি রয়েছে দেব কোয়েলের সিনেমা জুড়ে। দেবের প্রথম দিকে কোয়েলের সঙ্গে জুটি বাধা, বাংলা সিনেমা কে যেন এক ঝাঁক কমার্শিয়াল ছবির পাশাপাশি দর্শকদেরকে, দারুন সব মুহূর্ত উপহার দিয়েছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
koel-dev

কোয়েলকে নিয়ে যা বললেন দেব...

Dev and koel: একসঙ্গে কাজ করতে করতে কলিগের নানা আচরণ জেনে বুঝে ফেলা সম্ভব। সে কী ধরনের কান্ডকীর্তি করতে পারে, একথাও বোঝা সম্ভব। কিংবা তাঁর পছন্দ এবং অপছন্দ, সবটাই জেনে ফেলা যায়। আর কোয়েল, যে ধরনের মানুষ তিনি কোনকিছুই চেপে রাখতে পারবেন না। আর কোয়েলের সম্পর্কে দেব জানেন না এও আবার হয় নাকি?

Advertisment

সেই ককপিট ছবির পর তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। দেব কোয়েল ( Dev-Koel ) জুটি আবার কবে সিনেমায় ফিরছেন সেই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। দেব খাদান ছবির সময়, প্রকাশ্যে মজা করে জানিয়েছিলেন এখন ওর বরের সাথে কাজ করছি পরেরটা ওর সাথে কাজ করব। একাধিক সব ভালো স্মৃতি রয়েছে দেব কোয়েলের সিনেমা জুড়ে। দেবের প্রথম দিকে কোয়েলের সঙ্গে জুটি বাধা, বাংলা সিনেমা কে যেন এক ঝাঁক কমার্শিয়াল ছবির পাশাপাশি দর্শকদেরকে, দারুন সব মুহূর্ত উপহার দিয়েছিল। দেবের সঙ্গে কোয়েলের ঝগড়া হতো দেখার মত। কেন? দেব সব সময় কোয়েলের পেছনে লাগতেই ভালোবাসতেন।

Shiboprasad Mukherjee: 'বামেরা চ্যাংড়ামো করছে?' শিবপ্রসাদের নাম ভাঙি…

কোনদিনও চুপ থাকতে দেখা যায়নি কোয়েল মল্লিককে। তিনি বরাবরই ভীষণ ঠোঁট কাটা। শুধু তাই নয়, তার পেটে কোন কথা সহ্য হয় না। কোয়েল যে কোন মন্তব্য মুখের উপর করে দিতেই ভালোবাসেন। আর দেব সময় নিয়ে কোয়েলের করতে ভালোবাসেন। তাইতো একবার সুযোগ পেয়েই কোয়েলের এমন এক রহস্য ফাঁস করেছিলেন, যা শুনলে না হেসে উপায় নেই। একসঙ্গে বহু ছবিতে কাজ করার দরুন বিদেশের বহু জায়গায় একসাথে গিয়েছেন। কিন্তু কোয়েলের এই অদ্ভুত স্বভাবের কথা কেউ জানতেন? দেব সোজাসুজি কী বলেছিলেন কোয়েলের সম্পর্কে?

Advertisment

 

Tonni Laha Roy: 'ফ্লুইডটা বের করল, আমি দেখলাম', মৃত মায়ের পাশে বসেই যে দৃশ্য দেখলেন তন্বী, শুনলে চমকে যাবেন...

কোয়েল, নাকি সবরকমের খাবার খান! তিনি নাকি কিছুই বাদ দেননা? অভিনেত্রীর প্রসঙ্গে দেব এক ভয়ংকর কথা সামনে এনেছিলেন। দেব, সোজাসুজি বলেছিলেন, কোয়েলের সঙ্গে কোথাও খাবার খেতে যান না! কিন্তু কেন? দেব সোজাসুজি বললেন... "আমি কোয়েলের সঙ্গে কোনোদিন খাবার খেতে যাই না। ওর খাবার খাওয়া নিয়ে কিছু বলতে চাই। মন মানে না - র শুটিং করতে সিঙ্গাপুর গিয়েছি। আমি আর বাবা যাদব মাঝেমধ্যে যেতাম একসঙ্গে। কিন্তু, কোয়েলকে সাইড কাটিয়ে যেতাম। ও সব খায়। ব্যাঙ, আরশোলা, শামুক এবং সাপ ও সব খায়। কিচ্ছু বাদ দেয় না।" এটুকু শুনেই কোয়েল আঁতকে ওঠেন। এবং দেবকে বলে বসেন, আরশোলা? ওটা কেউ খায়! কিন্তু দেব নাছোড়বান্দা। তিনি সোজা হুমকি দিলেন, এগুলো বলো না, আমি সব জানি।

tollywood Dev tollywood news Tollywood Actress Koel Mullick