বাংলা সিনেমার শেষ জনপ্রিয় জুটির মধ্যে দেব এবং শুভশ্রীর নাম আসাই উচিত। তার আগে জিৎ কোয়েল রাজ করেছে সিলভার স্ক্রীনে। আজ দশ বছর পর ধুমকেতুর ট্রেলার লঞ্চে, সমস্ত দূরত্ব-বিবাদ এবং বাক-বিতণ্ডা ধুলোয় মিশিয়ে আবারো তারা এক হলেন ভক্তদের জন্য। শেষ দশ বছরে নাকি দেব এবং শুভশ্রী, বারবার নাকি রানা সরকারকে একটাই মেসেজ করতেন যে ধুমকেতু কবে রিলিজ করছে। সেই নিয়েই আসর বসে।
বেশ অনেক পুরনো স্মৃতি খোলসা হওয়ার সঙ্গে সঙ্গে, দেব এবং শুভশ্রী যারা বর্তমানে দুই প্রযোজক। বলা উচিত, দেব একটু বেশি সফল প্রযোজক.. দুজনে দুজনের প্রোডাকশনে কবে নিজেদেরকে কাস্ট করছেন? দেব নিজের প্রোডাকশনে, শুভশ্রীকে প্রথমেই কাজ করেছিলেন বলে জানান। ধুমকেতুই তার প্রযোজনায় প্রথম ছবি। অভিনেতাকে বলতে শোনা গেল...
Dev and Shubhashree: 'আমি না চাইলেও ওকে দেখতে হয়..', মান অভিমানের পালা মিটল দেব-শুভশ্রীর?
আমি তো কবেই করে দিয়েছি। এবার তো ওর পালা। এখন তো আমার গান গাওয়া ছাড়া কোন রাস্তা নেই - 'কবে আইবে আমার পালারে..'। রোমিও ছবির সেই বিখ্যাত গান নিয়েই শুভশ্রীর সঙ্গে একটু রসিকতা করলেন বাংলার সুপারস্টার। এদিকে পাল্টা কী উত্তর এলো শুভশ্রীর তরফে? বাংলার লেডি সুপারস্টার কি এক কথাতেই রাজি হয়ে গেলেন? অভিনেতা এবং অভিনেত্রী সকল পরিচালকদের উদ্দেশ্যে দুজনেই জানিয়ে দিলেন, আপনারা আমাদেরকে নিয়ে গল্প লিখুন। তার সঙ্গে দেব মশকরা করে কৌশিক গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে এটাও বললেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান ছাড়া তিনি নাকি কাউকে দেখতে পান না। আর দেবকে নিজের প্রোডাকশনে কাজ করার প্রসঙ্গে কি বললেন শুভশ্রী?
অভিনেত্রী বললেন, "দেবকে আমি এফোর্ড করতে পারব না। আমার সেই ক্ষমতা নেই। ও বাংলার সুপারস্টার।" তখনই দর্শক-আসন থেকে সকলে বলে ওঠেন, দাদা ফ্রিতে করবে। কিন্তু, দেব বেশিরভাগকে অবাক করে জানিয়ে দিলেন, কেন আমি ফ্রিতে কেন করতে যাব? শুভশ্রীর উদ্দেশ্যে তিনি বললেন, "ফ্রিতে তো আমি করবোই না। তুমি কনট্র্যাক্ট নিয়ে এসো। আমি নিজের মতো করে সবটা বুঝে নেব।"