/indian-express-bangla/media/media_files/2025/08/13/amitabh-bachchan-kbc-17-independence-day-special-2025-08-13-15-24-46.jpg)
কেবিসি-তে তিন যোদ্ধা...
কলমা পড়তে পারো? সেদিন সেই অভিশপ্ত সন্ধ্যের কথা গোটা ভারতবাসী ভুলবে না। সেদিন শুধু ধর্ম বেছে বেছে গুলি চালানো হয়। মৃত্যু হয় হিন্দুদের। পহেলগাঁও এর সেই ভয়ঙ্কর দিনের বদলা নিতেই শুরু হয় অপারেশন সিঁদুর। ভারত সরকার এবং ভারতীয় সেনা - তাঁদের যৌথ উদ্যোগ পাকিস্তানের আতঙ্কবাদকে ঠাণ্ডা করে রেখে দেয়। আর এবার..
জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি-র ১৭তম সিজনে সঞ্চালক হিসেবে ছোট পর্দায় ফিরেছেন অমিতাভ বচ্চন। স্বাধীনতা দিবসের বিশেষ পর্বে তিনি অতিথি হিসেবে স্বাগত জানাচ্ছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন সাহসী সদস্যকে- কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কমান্ডার প্রেরণা দেওস্থালি। কয়েক মাস আগে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় এঁরা দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
Bollywood Actress: ইংরেজিতে অপটু? প্রেম - পরিবারকে বেছে নিয়েছিলেন ব…
সম্প্রতি প্রকাশিত প্রোমোতে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, "পাকিস্তান বছরের পর বছর ধরে উসকানি দিয়ে আসছে। তাই জবাব দেওয়া জরুরি ছিল। সেই কারণেই পরিকল্পনা করা হয় অপারেশন সিন্দুর।"
উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, "রাত ১টা ৫ মিনিট থেকে দেড়টার মধ্যে, মাত্র ২৫ মিনিটেই আমরা মিশন শেষ করি।”
কমান্ডার প্রেরণা দেওস্থালি আরও বলেন, "লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে, কিন্তু কোনও বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হননি।" সোফিয়া গর্বের সঙ্গে বলেন, "এটাই নতুন ভারত, নতুন মানসিকতার প্রতিচ্ছবি।"
প্রোমোতে দেখা যায়, অমিতাভ বচ্চন দর্শকদের সঙ্গে একসাথে উচ্চারণ করছেন- 'ভারত মাতা কি জয়।' যদিও সেসময় দেশের যা পরিস্থিতি ছিল, তাতে পড়শিদের প্রতি রেগে আগুন ছিল গোটা দেশ। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, সেসময় সোফিয়া এবং ব্যোমিকা - দুজনেই ভারতের সম্প্রীতির বার্তা দেখিয়েছিলেন।