Advertisment

Dev Projapati 2: বড়দিনের প্রতীক্ষায় অতনু - অভিজিৎ- দেবের 'প্রতীক্ষা'? খাদানের সাফল্যের মাঝেই ঘোষণা দেবের

Projapati 2: হ্যাটট্রিকের পর এবার প্রজাপতি ২-তে ফের জমবে অতনু রায়চৌধুরী- অভিজিৎ- দেবের মজলিশ? ২০২৫-এর বড়দিনে আসছে এই নতুন ছবি? খাদানের সাফল্য আর রঘু ডাকাতের ফার্স্ট লুক মুক্তির পরই আরও এক নতুন ছবির ঘোষণা করে দিলেন দেব।

author-image
Kasturi Kundu
New Update
'টনিক', 'প্রজাপতি', 'প্রধান', হ্যাটট্রিকের পর এবার প্রতীক্ষা

'টনিক', 'প্রজাপতি', 'প্রধান', হ্যাটট্রিকের পর এবার 'প্রতীক্ষা'

Projapati 2 Announcement: ২০২৪, দেবের ফিল্মি কেরিয়ারে নিঃসন্দেহে অন্যতম সেরা বছর। সৌজন্যে খাদান। বক্স অফিসে খাদান ঝড়ের মাঝেই নতুন ছবি 'রঘু ডাকাত'-র প্রথম ঝলক নিয়ে হইচই ভক্তমহলে। একইসঙ্গে আরও একটি ছবির কথা ঘোষণা করলেন সুপারস্টার দেব। আসছে 'প্রজাপতি ২'।

Advertisment

অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনের সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন দেব। অনুরাগী ও বাংলা ছবির দর্শকের উদ্দেশে দেবের বার্তা, '২০২৪ সালের কিছু না বলা গল্প বলা হবে ২০২৫ সালে। আমাদের পরবর্তী ঘোষণা করতে পেরে খুব খুশি। প্রজাপতি ২।' উল্লেখ্য ছবির নাম 'প্রতীক্ষা' বদলে নতুন করে ঘোষণা করা হল। 

২০২৪-এর মতোই ২০২৫-ও দেবের দখলে! বছরের প্রথম দিনই অর্থাৎ ১ জানুয়ারি মুক্তি পেল রঘু ডাকাতের লুক। ২০২৫-এর পুজোয় ভক্তরা কী উপহার পেতে চলেছেন সেই ঘোষণা করে দিয়েছেন দেব। এবার পালা বড়দিনের বড় ধামাকার। ২০২৪-এর সেই ধামাকার নাম 'খাদান'।

২৫ ডিসেম্বর প্রযোজক-অভিনেতা দেবের জন্মদিন। সেই উপলক্ষ্যে বাঙালি দর্শক ও ফ্যানেদের জন্য ছবি উপহার দেন দেব। নতুন বছরেও যে অন্যথা হবে না সেটা তো বর্ষবরণের শুরুতেই একপ্রকার স্পষ্ট করে দিলেন দেব। প্রসঙ্গত, ২০২৪-এর এবারের শীতে অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেনের ছবি 'প্রতীক্ষা' মুক্তির কথা ছিল। সেই ছবিরই নাম বদলে হল 'প্রজাপতি ২'।

Advertisment

মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রজাপতির সিক্যুয়েল প্রজাপতি ২। দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকেই দেখা যাবে বলে খবর। তবে এই ছবিতে শ্বেতা ভট্টাচার্য, কৌশানী, মমতা শংকরকে দেখা যাবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত তিন বছরে বড়দিনের বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করেছেন দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর ছবি। 'টনিক', 'প্রজাপতি', 'প্রধান', হ্যাটট্রিকের পর এবার প্রতীক্ষার অপেক্ষায় দর্শক। শোনা যাচ্ছে, ২০২৫ সালের মার্চে শুরু হবে দেব-মিঠুনের ছবির শুটিং।

লন্ডনে ডানা মেলবে 'প্রজাপতি ২'। কলকাতায় শ্যুটিং হবে কিনা সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি।  'প্রজাপতি'-তে দেবের নায়িকা হওয়ার কথা ছিল বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কিন্তু, কিছু সমস্যার জন্য তখন সেটা সম্ভব হয়নি। 'প্রজাপতি ২'-তে দেব-তাসনিয়া জুটিকে দেখা যায় কিনা সেটা তো সময় বলবে। 

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actor Bengali News Dev
Advertisment