Advertisment

দৃঢ় চাহনি, রহস্য উন্মোচনে তৈরি 'ব্যোমকেশ' দেব! নববর্ষে প্রকাশ্যে ফার্স্ট লুক

নববর্ষে অনুরাগীদের বিরাট উপহার দেবের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
দেব, dev as byomkesh, byomkesh dev

প্রকাশ্যে ফার্স্ট লুক

এ যেন এক্কেবারে অন্য দেব! ব্যোমকেশ চরিত্রে দেখা যেতে চলেছে তাকে। সেই ছবির ফার্স্ট লুক নববর্ষের প্রকাশ্যে আনলেন দেব। হইচই সমাজ মাধ্যমে।

Advertisment

চোখে সেমি-রাউন্ড চশমা, হাতে ধরে রয়েছেন বিষাক্ত সাপ। দুর্গরহস্যে ব্যোমকেশ দেব যেন অনন্য। রহস্যের উন্মোচন করতে আসছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লুক শেয়ার করেই লিখলেন, "কঠিন কিন্তু অসম্ভব নয়। ব্যোমকেশ ও দুর্গ রহস্য... দেখা হচ্ছে সিনেমা হলে"।

আরও পড়ুন < হাত কেটে রক্তারক্তি, ব্যান্ডেজ নিয়েই আরতি-নববর্ষ উদযাপন মিমির >

এই চরিত্র নিয়ে বরাবরই দারুণ উত্তেজিত অভিনেতা। একেই বাংলার বুকে ব্যোমকেশের সংখ্যা নেহাত কম নয়। আবির, পরমব্রত এবং অনির্বাণ ব্যোমকেশ হিসেবে দারুণ জনপ্রিয়। এবার দেবের পালা, দর্শকদের মন জয় করতে পারেন কিনা সেটাই দেখার। নতুন চরিত্রের খাতিরে বেজায় পরিশ্রমও করছেন তিনি। শুরুতে খবর শুনতেই অনেকে বাঁকা চোখে তাকিয়েছিলে। দেব আবার ব্যোমকেশ! তবে প্রথম ঝলক পেতেই যেন সেই ধারনায় বদল এসেছে অনেকেরই।

ছবি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। একের পর এক ডাকসাইটে চরিত্র দেব বেছে নিচ্ছেন নিজের জন্য। কখনও বাঘা যতীন, আবার এখন ব্যোমকেশ। দেবকে কুর্নিশ জানাচ্ছে টলিউড ও অনুরাগীরা। কেউ বলছেন গুরুদেব, আবার কেউ বলছেন, "আপনি তো হিট মেশিন হয়ে গেলেন"। যদিও ফার্স্ট লুক দেখে মুগ্ধ অনেকেই।

tollywood Dev Entertainment News
Advertisment