Dev as Raghu Dakat: ইতিহাস লিখবে রঘু, বাংলার ডাকাত রাজাকে চেনাবেন দেব..

Raghu Dakat: বেশ অনেকদিন ধরেই, স্বাধীনতা সংগ্রামী কিংবা ভারতের নতুন সূর্যোদয়ের আড়ালে থাকা মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করছেন। আর এবারও দেব রঘু ডাকাত হিসেবে স্ক্রিনে আগুন ধরাতে প্রস্তুত।

Raghu Dakat: বেশ অনেকদিন ধরেই, স্বাধীনতা সংগ্রামী কিংবা ভারতের নতুন সূর্যোদয়ের আড়ালে থাকা মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করছেন। আর এবারও দেব রঘু ডাকাত হিসেবে স্ক্রিনে আগুন ধরাতে প্রস্তুত।

author-image
Anurupa Chakraborty
New Update
dev

নতুন রূপে দেব

এই বছর শুরুর দিনই, দেব জানিয়েছিলেন তার নতুন ছবি রঘু ডাকাত আসতে চলেছে পুজোয়। দেব আবারো নতুন করে ফিরছেন, এমনটাই জানা গিয়েছিল। অভিনেতাকে রঘু ডাকাত হিসেবে দেখবেন এমন স্বপ্ন দর্শকদের বহুদিনের। বেশ কিছু বছর আগে দেব যখন, গোলন্দাজ ছবির পর আবারও ঘোষণা করলেন যে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রঘু ডাকাত ছবিতে অভিনয় করছেন - তখন থেকেই আলোচনা তুঙ্গে। মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর। পুজোর রিলিজ এর আগেই, আজ দেখিয়ে দিয়েছেন রঘু ডাকাতের প্রি টিজার।

Advertisment

বেশ অনেকদিন ধরেই, স্বাধীনতা সংগ্রামী কিংবা ভারতের নতুন সূর্যোদয়ের আড়ালে থাকা মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করছেন। আর এবারও দেব রঘু ডাকাত হিসেবে স্ক্রিনে আগুন ধরাতে প্রস্তুত। ইংরেজের বিরুদ্ধে, এ এক এমন লড়াই, যা দেখাবে বাঙালিকে পরাস্ত করা এত সহজ নয়। বাঙালি লড়তে জানে। যে বাঙালি ঈশ্বরপ্রেমে লীন হতে পারে, সে ইংরেজ রুপি অসুর দমন করতেও পারে। ইতিহাসের পাতায় ঠিক এমনই একটা চরিত্র রঘু ডাকাত। মহাকালীর এমন এক উপাসক - যার নামে কেঁপে উঠত সারা বাংলা। তিনি নাকি, মায়ের আরাধনা না করে লড়াইয়ে যেতেন না।

Advertisment

SRK-Mamata Banerjee: 'আমি খুব চিন্তিত...', শুটিং সেটে আহত শাহরুখ, কিং খানের দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

দেবকে এমন লুকে আগে দেখা যায়নি। মাথায় জড়ানো লাল রঙের পাগড়ি, কপালে সিঁদুরের তিলক - ডাকাত সাজে তাঁকে মানিয়েছে বেশ। ইতিহাসকে আবারও করে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত তিনি। দেব দ্যা ডাকাতিয়া সুপারস্টার আবারও বক্স অফিসে তুলকালাম করতে প্রস্তুত! ইতিহাস লিখবে রঘু - বাঙালিকে নতুন করে আবারও চিনবে সকলে। এর আগে যদিও বা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এবং বাঘা যতিনের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। তারপরও, এই চরিত্রটা যেন দেবকে মানিয়েছে দারুণ।

'আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস..' এই গল্প এক যোদ্ধার, এই গল্প এক রক্ষকের। যদিও বা সামনে রিলিজ করছে ধূমকেতু, সেই নিয়ে চর্চা তুঙ্গে। তবে, পুজোতেও যে অভিনেতা কামাল করবেন সেকথা বলাই যায়। এবং দর্শক মুখিয়ে আছেন তাঁকে ফের অনন্য একটি ভূমিকায় দেখবেন বলে। প্রসঙ্গে... দেব কিছুদিন ধরেই প্রজাপতি ২ এর শুটিং উপলক্ষে আছেন লন্ডনে। সেখান থেকেও নানা ধরনের ছবি আপলোড করেও তাক লাগাচ্ছেন সুপারস্টার।

Dev Entertainment News Entertainment News Today বিনোদনের খবর