Mamata Banerjee On SRK Injury: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কলকাতার নিবিড় সম্পর্ক। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন কিং খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিলোত্তমায় পা রাখেন শাহরুখ। আগামী ছবি কিং-এর শুটিংয়ে শাহরুখের চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বলিউড বাদশার দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'আমার ভাই শাহরুখ নাকি শুটিং করার সময় আঘাত পেয়েছেন। এই খবরে আমি খুবই উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'
আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের
মিডিয়া রিপোর্ট মোতাবেক, 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন থ্রিলারের শুটিং চলছে মুম্বইয়ে। তখনই ঘটে যায় এই মারাত্মক দুর্ঘটনা। শুটিং চলাকালীন শাহরুখ পিঠে আঘাত পেয়েছেন বলেই খবর। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, আঘাত পাওয়ার পর শাহরুখ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
আরও পড়ুন 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা
আরও জানা যাচ্ছে, আঘাত গুরুতর নয় এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে, "কিং"-এর শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। সম্ভবত সেপ্টেম্বরে আবার শুটিং শুরু হবে। চোটের কারণে শাহরুখের পূর্বনির্ধারিত শ্রীলঙ্কা সফরও স্থগিত রাখা হয়েছে। শাহরুখ খানের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং আশায় করছেন তিনি শীঘ্রই সুস্থ হয়ে ফ্লোরে ফিরবেন।
আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?
প্রসঙ্গত, কিং-এর সেটেই পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা রাঘব জুয়েল। তবে একজন পেশাদার অভিনেতার মতো চোটকে সঙ্গী করেই কাজ করে গিয়েছেন। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, প্রাথমিক চিকিৎসার জন্য শুটিং সেটে পৌঁছেছিল মেডিক্যাল টিম। কড়া ডোজের ওষুধ খেয়ে শুটিং করেছেন রাঘব। কাজে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য যন্ত্রণা সত্ত্বেও শট দিয়েছিলেন শাহরুখের অভিনেতা।
আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা