/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/dev-feature-1.jpg)
আরও এক দায়িত্ব পালনে ফিরলেন দেব
দু'মাস ধরে ভোটের প্রচারে ঘাটালে থাকতে হয়েছে তৃণমূল সাংসদ ও অভিনতাকে দেবকে। এবারে পরীক্ষা শেষ, মার্কশিট বলছে পাশ করে গিয়েছেন তিনি। সুতরাং, নিজের আরও এক দায়িত্ব পালনে ফিরলেন দেব। শুরু করলেন পাসওয়ার্ড ছবির শুটিং। নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন একথা। ফলাফল প্রকাশের পর একদিন, শনিবারই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফ্লোরে দেখা মিলল নায়কের।
ভোটের কাজের জন্য আটকে ছিল টলিউডের বেশ কয়েকটি প্রজেক্ট। দেব এন্টারটেইমেন্টের প্রযোজনায় চলছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ও 'পাসওয়ার্ড' ছবির শুটিং। তার একটি নিজে অভিনয়ও করছেন দেব। ভোটের কারণে চিত্রনাট্য পড়ে উঠতে পারেননি 'সাঁঝবাতি' ছবিরও। তাই দ্রুততায় কাজের ফিরছেন টলিউডের প্রযোজক।
View this post on InstagramBack to Shooting...Back to Life #Password #Purulia
A post shared by Dev Adhikari (@imdevadhikari) on
আরও পড়ুন, রণবীরের পরিবারের সঙ্গে সময় কাটালেন আলিয়া
পাশে কমলেশ্বর মুখোপাধ্যায়কে নিয়ে ছবির ক্যাপশনে লিখেছেন, ''শুটিংয়ে ফিরলাম''। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিপরীতে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দেব। আবারও ঘাটালের মানুষের সঙ্গে সঙ্গে টলিউডের কাজের সমতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার নিতে হবে তাঁকে। তবুও মুখের হাসি অবিচল।
এদিকে ‘পাসওয়ার্ড’ ছবিতে পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেব, রুক্মিণী, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও নবাগত আদৃতকে। দেব এই ছবি নিয়ে বলেছিলেন, “একটা ছবি ৩০০ বছর আগের ছবি, সঙ্গে সঙ্গে পরেরটা সময়ের চেয়ে এগিয়ে। অনলাইন ফ্রড এবং ডার্ক ওয়েব মানুষের অন্ধকার ভবিষ্যত।”