scorecardresearch

বড় খবর

রণবীরের পরিবারের সঙ্গে সময় কাটালেন আলিয়া

করিশ্মা কাপুর, আদর জৈন ও আরমান জৈনের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন রণবীর-আলিয়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেছেন করিশ্মা নিজেই।

ranbir alia
রণবীর কাপুর-আলিয়া ভাট।

আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের ছবির প্রজেক্ট থেকে ছোট্ট বিরতি নিয়ে সময় কাটালেন ভালবাসার মানুষদের সঙ্গে। সপ্তাহান্তের ছুটিকে স্বাগত জানালেন রণবীরের ভাই-বোনদের সঙ্গে পার্টি করে। করিশ্মা কাপুর, আদর জৈন ও আরমান জৈনের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন রণবীর-আলিয়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেছেন করিশ্মা নিজেই। সেখানে বোন করিনা কাপুর ও সইফ আলি খানকে মিস করেছেন বলেই জানিয়েছেন করিশ্মা।

আরও পড়ুন, এসে গেল ‘জি বাংলা ফুটবল লিগ’, সঙ্গে দাদা ও তারকারা

তবে এই প্রথমবার রণবীরের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে আলিয়াকে এমনটা নয়। এর আগেও ফ্যামিলি গেট টুগেদারে নিউইয়র্কে রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু সিংয়ের সঙ্গে দেখা করেছেন আলিয়া।

বেশ কিছুদিন ধরেই আলিয়ার বিয়ের খবর ঘুরছে বি-টাউনে। আলিয়ার বাবা মহেশ ভাটও রণবীরকে ভাল ছেলের সার্টিফিকেট দিয়েছেন। তবে প্রকাশ্যে বিয়ে কিংবা রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে কিছু বলেননি তিনি। বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ছবির জন্য একসঙ্গে কাজ করছেন আলিয়া-রণবীর। করণ জোহরের প্রযোজনায় ২০২০ সালে মুক্তি পাবে সেই ছবি।

Read the full story in English 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor and alia bhatt welcome the weekend with karisma