Advertisment

ফোনে তোলা ছবিতেই কেল্লাফতে! 'ইন্দুবালা' সৃজার মধ্যে এই বিশেষ স্বত্বাই খুঁজে পেয়েছিলেন দেব

আকাশ পাতাল এক করেছিলেন দেব, তারপরই পেলেন সৃজাকে

author-image
Anurupa Chakraborty
New Update
dev, sudipta charaborty, bagh jatin, dev as baghajatin, sudipta chakraborty, sudipta in bagha jatin, বাঘা যতীন, দেব, দেবের ছবি, sreeja dutta, sreeja dutta, সৃজা দত্ত, sreeja as indubala, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

ইন্দুবালা সৃজা

দেব অভিনেতা হিসেবে কতটা ভাল, সেকথা সকলে না বললেও দেব প্রযোজক হিসেবে কতটা দক্ষ সেকথা অনেকেই বলে থাকেন। দেব, একটা বিরাট ব্যাপার! তাঁর নামের সঙ্গে সঙ্গে তাঁর আচরণকেও অনেকেই মিলিয়ে নেন। কারণ, তার ঘ্যাম থাকবে। তাঁর মধ্যে একটা ঔরা থাকবে। কিন্তু...

Advertisment

এর আগেও অঞ্জনা বসু বলেছিলেন, দেব যে এতটা মাটির মানুষ সেটা ওর সঙ্গে কাজ না করলে জানতাম না। আর এবার, বাঘা যতীনের পরিচালক অরুণ রায়। দেবের সঙ্গে কাজ করতে গিয়ে এত সহজ এবং সরলভাবে কাজ হয়ে যাবে আশা করেননি। বিশেষ করে, যতীন মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দুবালা দেবীর খোঁজে আকাশ পাতাল এক করে ফেলেছিলেন দেব। পরিচালকের কথায়, "দেবকে একবার শুধু বলেছিলাম, নতুন একটা ফ্রেশ মুখ লাগবে। নাহলে বিষয়টা ভাল লাগবে না। ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমায় বলল, তুমি শুরু করে দাও, যা যেভাবে করতে হয়।"

সৃজাই যে হবেন ইন্দুবালা, একথা অভিনেত্রী আশাও করেননি। তাহলে কিভাবে? দেবের নায়িকা হওয়ার পথ নিতান্তই সোজা নয়। ৬০০০ / ৭০০০ এন্ট্রি থেকে দেবের নায়িকা হিসেবে বেছে নেওয়া হয় ইন্দুবালাকে। দেব বলছেন, "গবেষণা করতে গিয়ে দেখলাম যে খুব বেশি রেফারেন্স ওনার স্ত্রীর পাচ্ছি না আমরা। যেটুকু বুঝেছিলাম, এমন একজনকে লাগবে, যার সঙ্গে সেই পিরিয়ডটাকে মানানো যায়। একদম অন্যরকম একটা ফেস খুব দরকার ছিল।"

আরও পড়ুন - নবনীতার শোকে মূহ্যমান, আবেগের বশে চুমুই খেয়ে বসলেন জিতু!

সৃজা, অর্থাৎ ইন্দুবালা অভিনয় করেন আগেই থেকেই। মডেলিং করেন। কিন্তু তাঁর ভাগ্য যে এভাবে সঙ্গ দিয়ে দেবে এটা আশাও করেননি। কারণ? কোনও পোর্টফোলিও ছিল না। সামান্য ফোনে তোলা ছবিই অডিশনের আগে পাঠিয়েছিলেন তিনি। সেই দেখেই যে ভাল লেগে যাবে, সেটা আশা করেননি। গ্রাউন্ড অডিশনে গিয়েই তাক লাগিয়ে দেন তিনি। লুক টেস্ট হয়, সংলাপ বলার ধরণ মন ছুঁয়ে নেয় সকলের।

শাড়িতেই অডিশন দিতে হয়েছিল তাঁকে। একদম প্রায় নো মেকাপ লুক... তৎকালীন সময়ের সঙ্গে মিলিয়ে, সৃজাকে সাজানো হয়েছে। নতুন নায়িকাদের সঙ্গে প্রায়শই কাজ করছেন দেব। এমনকি পরবর্তী ছবিতে দেব সৌমীতৃষার সঙ্গে কাজ করেছেন। প্রধানের শুটিংও শেষ হতে চলল। কলকাতায় ফিরেই বাকি শুটিং সারবেন সকলে।

tollywood Dev Entertainment News
Advertisment