Dev Celebrates Khadaan success With Nakur Sweet: বাংলা ছবির বক্স অফিসের 'বাপ' এখন 'রাজার রাজা' দেব। খাদানের সাফল্যে উচ্ছ্বসিত সুপারস্টার। সিনেমার সাফল্যের মাঝেও টিমের সদস্যদের নিয়ে হল ভিজিট করছেন। সম্প্রতি স্টার থিয়েটারে ভক্তদের মাঝে আচমকা হাজির হয়েছিলেন দেব। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে অনুরাগীদের উন্মাদনা ছিল একেবারে চোখে পড়ার মতো।
দীর্ঘদিন পর অ্যাকশন ড্রামায় কামব্যাক নিয়ে তিনি যে চিন্তিত ছিলেন তাঁর অকপট স্বীকারোক্তি করেছেন দেব। কিন্তু, এখন একেবারে চিন্তামুক্ত। পরিচালকের থেকে এমন ছবি উপহার পেয়ে আপ্লুত দেব। সুজিতকে সারপ্রাইজ দিতে মধ্য কলকাতার নকুড়ের দোকানে লাইন দিলেন দেব। পরিচালকের সঙ্গে সেখানের বিখ্যাত সন্দেশ খাইয়ে সাফল্য সেলিব্রেট করলেন বাংলার সুপারস্টার।
নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন দেব। যেখানে গাড়ির ভিতর সুজিতের সঙ্গে গল্প করছেন। খাদানের মতো এত ভাল ছবি উপহার দেওয়ায় পরিচালককে ধন্যবাদ জানাচ্ছেন। এরপরই দেবকে বলতে শোনা যায়, তাঁরও তো দায়িত্ব সুজিতকে সারপ্রাইজ দেওয়া।
অরপরই নকুরের দোকানের সামনে গাড়ি থেকে নামেন দেব। লাইন দিয়ে মিষ্টি কিনে টাকা দেন। সেখানে উপস্থিত সকলে দেবকে দেখে তো একেবারে থ। চেনা ছন্দে ভক্তদের সেলফি আবদার মেটালেন সুপারস্টার দেব। এরপর কয়েকজনের সঙ্গে হাত মেলান। সেখানে বসে থাকা এক অসহায় বয়স্ক মহিলার হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন দেব। গাড়িতে উঠে সুজিতকে মিষ্টি মুখ করান।
নিজেও পরিচালকের হাতে মিষ্টি মুখ করেন। এই ভিডিও শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেব কিন্তু, খাদানের সাফল্যের জন্য বারবার বাংলা ছবির দর্শকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ভিডিও পোস্টের ক্যাপশনেও করজোড়ের ইমোজি দিয়ে লিখেছেন, 'আজ মনটা সত্যি ভাল। তার কারণ আপনারা। খাদানের জন্য ধন্যবাদ'।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর, শনিবার দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে মধ্য কলকাতার স্টার থিয়েটারের বাইরে ঝোলানো ছিল হাউজফুল বোর্ড। 'প্রতিটি অভিনেতার স্বপ্নের ছবি' ক্যাপশন দিয়ে পোস্টটি শেয়ার করেছিলেন সুপারস্টার। দেবকে দেখতে সিনেমাহলের ভিতরে আর বাইরে ছিল জনজোয়ার। সেই মুহূর্তের ভিডিও দেখে নিঃসন্দেহে মন ভাল হয়ে যাবে দেব ভক্তদের।