নতুন ছবি নিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা দেব। একের পর এক হিট ছবি বাংলা সিনেমার প্রতি তাঁর দায়িত্ব অনেকটা বেড়েছে। দেবের ছবি দেখতে মুখিয়ে থাকে বাঙালি। সামনে 'রঘু ডাকাত', 'বাঘা যতীনে'র মত ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। আবার নতুন ছবির ঘোষণা করেছেন কিছুদিন আগেই।
Advertisment
অভিনেতা দেব ছাড়াও প্রযোজক দেবেরও কিন্তু বেশ নামডাক রয়েছে। সেটে উপস্থিত তারকাদের মনমত সমস্ত কাজ করেন প্রযোজক দেব। তাঁদের বিশেষ খেয়াল রাখতে ভুল হয় না। কিন্তু অভিনেতা দেব? ১৭ বছর পরেও কতটা এক রাখতে পেরেছেন নিজেকে? মুম্বই থেকে আসা সেই ছেলেটির কালঘাম ছুটেছিল নিজেকে দেব প্রমাণিত করতে। আজ ১৭ বছর পর সেদিনের কথাই বারবার মনে আসছে তাঁর।
রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে 'অগ্নিশপথ', তারপর একে একে নানান ছবি। মোড় ঘুরেছিল রাজ চক্রবর্তীর 'চ্যালেঞ্জ' ছবিতে অভিনয় করার পর। সেদিন আর এদিনের মধ্যে, মাঝখানে কতগুলো বছর। এদিনই অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন দেব। সেদিনের স্মৃতি হাতড়ে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ অভিনেতা। সময় বদলেছে, অভিনেতা দেব এখন বাঘা যতীনের প্রযোজক। বললেন, "আজ অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ হল। কিন্তু আজকে একজন অভিনেতা হিসেবে নয়, বরং একজন প্রযোজক হিসেবে এই সেটে রয়েছি। আমার ঠিক কেমন অনুভূতি হচ্ছে, বলে বোঝাতে পারব না"। চারপাশে ঘিরে রয়েছেন সিনেমার অন্যান্য সদস্যরা।
শুন্য থেকে শুরু করেও নিজেকে প্রতিষ্ঠা করার এক বিরাট চ্যালেঞ্জ নিয়েছিলেন দেব। তাঁর এই জার্নিকে কমেন্ট বক্সে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। টলিপাড়ার অনেক তারকাই শুভেচ্ছা জানালেন দেবকে। ১৭ বছরে এখন দেব অনেকটাই পরিণত। দায়িত্ব নেহাত কম নয়। এখন শুধুই ভিন্ন ধরনের, নতুন স্বাদের বাংলা ছবি উপহার দেওয়ার পালা।
দেবকে শুভেচ্ছা জানিয়ে কাছের মানুষ রুক্মিণী বললেন, "তোমায় শুভেচ্ছা! অনেক মানুষকে অনুপ্রেরণা দেয় তোমার গল্প"। শুভেচ্ছা জানিয়েছেন, দেব অনুরাগীরাও।