ভয়ঙ্কর লুক অভিনেতা দেবের। এক সন্ন্যাসী বেশে হাজির হয়েছেন তিনি। গোটা মুখে সাদা রং, জোরালো দৃষ্টি, কপালে লাল হলুদ রঙের তিলক - দর্শকরা বলছেন সাক্ষাৎ মহাকালের ভক্ত মনে হচ্ছে তাঁকে। দাঁড়ি, গোঁফ, মাথায় উস্কোখুস্কো বড় চুল - চরিত্রের প্রয়োজনে নিজেকে পাল্টে ফেলেছেন দেব। অভিনেতাকে এহেন লুকে দেখে ভাষা হারিয়েছেন তাঁর ভক্তরা। ছবিতে ফুটে উঠবে ভারতের এক অপ্রতিরোধ্য স্বাধীনতা সংগ্রামীর কাহিনী। পোষ্টার শেয়ার করেই দেব লিখলেন...
"অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদেরমধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন" এর গল্প নিয়ে আমরা আসছি"।
দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে নানান সময় বেশভূষা বদল করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। ব্যতিক্রম নয়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজেও। এদিকে, দেবকে এহেন রূপে দেখে চরম চর্চা, মুগ্ধ তাঁর দর্শকরা। বলছেন, "তুমি দেব না, গুরুদেব"। আবার কেউ বলছেন, "একের পর এক দারুণ বাংলা ছবি উপহার দিচ্ছ, তোমায় কুর্নিশ"! জানা যাচ্ছে, মেকাপ শিল্পী সোমনাথ কুন্ডু এই রূপ দান করেছেন তাঁকে।
উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের নতুন হিরোইনকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন দেব। 'বাঘা যতীনে'র স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে শৃজা দত্তকে। সেই লুকও প্রকাশ্যে এনেছেন তিনি। কোনও চেনা পরিচিত মুখ নয়, বরং নতুন নায়িকাকে নিয়েই কাজ করবেন তিনি। ছবি রিলিজ করতে চলেছে, এবছর দুর্গাপূজায়। ২০২১ এর পুজোয় গোলন্দাজ, এবছর বাঘাযতীন। বড়দিন আর পুজোতেই লক্ষ্যভেদ করছেন দেব।