Advertisment
Presenting Partner
Desktop GIF

'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'তে নেই দেব-রুক্মিণী

চিত্রনাট্য হাতে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেব লেখেন, "আমার ডিওপি হরি ও পরিচালক। না, আমি কিংবা রুক্মিণী কেউই ছবিটা করছি না। আরও ভাল এবং বড় কাস্টিং ঠিক হয়েছে। খুব তাড়াতাড়িই সেটা জানাব"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজেই জানিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব।

'হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী'-তে অভিনয় করছেন না দেব এবং রুক্মিণী। হঠাৎ টুইট করে এমনটাই জানালেন প্রযোজক তথা অভিনেতা দেব। 'হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী' যে বড় পর্দায় আসতে চলেছে, সে খবর গত বছরই ঘোষণা হয়েছিল। সে সময় আরও জানা গিয়েছিল, রাজার ভূমিকায় থাকছেন স্বয়ং দেব এবং রানির চরিত্রে রুক্মিণী। ফলে, স্বাভাবিকভাবেই উত্তেজনা বেড়েছিল দর্শক মনে। কিন্তু সেই আশাতেই কিছুটা জল ঢাললেন দেব।

Advertisment

চিত্রনাট্য হাতে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেব লেখেন, "আমার ডিওপি হরি ও পরিচালক। না, আমি কিংবা রুক্মিণী কেউই ছবিটা করছি না। আরও ভাল এবং বড় কাস্টিং ঠিক হয়েছে। খুব তাড়াতাড়িই সেটা জানাব"।

আরও পড়ুন- আবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী?

এই সিনেমার পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। তবে এর আগে সিনেমাটি সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেছিলেন, "দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘দাদা মশাইয়ের থলে’র দু'টি গল্পকে মিশিয়ে একটা চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। এখানে মন্ত্রীকে আমার ভীষণ ধূর্ত ও খামখেয়ালি হিসাবে দেখাব। একেবারেই রূপকথার গল্প। রাজা-রানি ভাল, কিন্তু দুষ্টু মন্ত্রী। যেখানে মুড়ি মিছরির দাম এক, অদ্ভুত বিচারব্যস্থা...”।


২০১৯-এর মে মাস থেকে 'হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী'র শুটিং শুরু হওয়ার কথা। সেই মতোই শুরু হয়েছে রেইকি। এদিকে, দেবের ঘোষণা অনুযায়ী, এই সিনেমার হাত ধরেই বাংলা ছবিতে আসছে বাহুবলীর আতিশয্য। আপাতত তাই হায়দরাবাদে রয়েছেন পরিচালক-সহ টিম। বাহুবলীর সেটেই শুটিং হবে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র।

tollywood Dev Rukmini
Advertisment