তবে নীরবে নয়, সবটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। একে-অপরের ছবি তুলে দিচ্ছেন, আবার পোস্টে লাইক-কমেন্টও করছেন। আর আইসল্যান্ড ট্যুরে রুক্মিণীর ছবি দেখে নেটদুনিয়া সরগরম তো বটেই, পাশাপাশি মুগ্ধ দেবও। অতঃপর প্রকাশ্যেই কমেন্ট করেছেন।
রুক্মিণীর ছবিতে দেবের মন্তব্য, 'পুরো ওয়াও লাগতাসে…'। রসিকতা করেই যে এমন কমেন্ট করেছেন অভিনেতা, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।
প্রসঙ্গত, পুজোয় মুক্তি পেয়েছে দেবের জোড়া ছবি- গোলন্দাজ এবং হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী। একটিতে তিনিই মূল ভূমিকায় অভিনয় করেছেন। আরেকটির প্রযোজক। অতঃপর দুই সিনেমার প্রচারে যে পুজোর আগে বেজায় ব্যস্ত ছিলেন দেব, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।