Advertisment

Dev: চোখে-মুখে রাগ স্পষ্ট! নির্বাচন শেষ হতেই অন্যত্র মুখ ফেরালেন দেব, দিলেন বিরাট আপডেট 

Dev on his update: রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে, নতুন করে চেনা ছন্দে ফিরলেন দেব, কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
দেব, দেব অভিনেতা, দেব তৃণমূল, dev, dev tmcp, dev actor, dev news, dev tollywood, dev updates, dev movies

Dev: দেবের নামে মিথ্যে রটছে?

Dev-Tollywood: অবশেষে, রাজনীতির ময়দান ছেড়ে চেনা ছন্দে ফিরলেন দেব। আর তারপরই মুখ গোমড়া কেন অভিনেতার? শেষ কিছু মাস তাঁকে নির্বাচনে লড়তে দেখা গেলেও এবার নিজের ব্যস্ত শিডিউলে ফেরা তার। 

Advertisment

নির্বাচনে ( Loksabha Election 2024 ) ঘাটাল থেকে দাঁড়িয়েছেন দেব। গতকাল সেখানে নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই আজ ফিল্মি দুনিয়ায় ফের পা রাখলেন তিনি। সামনে এখন অনেক ব্যস্ততা। এইবছর তিনটে ছবি রিলিজ করার কথা ছিল দেবের। টেক্কা এবং খাদানের ঘোষণা আগেই করেছিলেন। এমনও জানিয়েছিলেন সব ঠিক হলে ডিসেম্বরে আবার অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেঁধে নতুন কিছু আনবেন তিনি। 

তবে, নির্বাচনী প্রক্রিয়ার কারণে, সে বিষয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর আজই সকাল হতে দেব জানিয়ে দিলেন তিনি নিজের কাজ কিন্তু একেবারেই ভোলেননি। যে কারণে, তাঁকে সবাই চেনে এবার সেদিকেই মন দেবেন তিনি। অভিনেতা নিজের রাগী মুখের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন - Dev: ফুঁসলিয়ে ভোট দেওয়াচ্ছেন দেব? নতুন ভোটারদের সঙ্গে যা করলেন অভিনেতা…

মাথায় উষ্কো খুস্কো চুল, দেব নিজের ছবি পোস্ট করে লিখলেন - এই পুজোয় দেখা হচ্ছে খুব শীঘ্রই - টেক্কা নিয়ে। আর দেবকে আবারও সিনেমায় ফিরতে দেখে আনন্দে আত্মহারা ভক্তরা। এতমাস পর দেব সিনেমা নিয়ে কোনও আপডেট দিচ্ছেন দেখে তাঁরা বলছেন...

"কতদিন পর দেখলাম দাদা সিনেমা নিয়ে আপডেট দিচ্ছে।" আবার কেউ বললেন, "এতদিন পর তোমার থেকে একটা ভাল খবর পেলাম"। কারওর কথায়, "দেব, আপনি এত কাজ করেন দেখেও ভাল লাগে, শরীরে কষ্ট হয় না?" আবার কেউ বললেন, "অভিনেতা দেব ব্যাক করছে দেখে ভাল লাগল।"

tollywood Dev Entertainment News
Advertisment