Dev Look From Shaym Mahato To Madhu Mahato: বক্স অফিসে খাদান ঝড়। ২০ ডিসেম্বর সিনেমা মুক্তির পরই প্রতিদিন উত্তরোত্তর বাড়ছে আয়ের গ্রাফ। রায়গঞ্জে রাত আড়াইটের শো হাউজফুল হতেই বাংলা ছবির দুনিয়ায় ইতিহাস তৈরি করেছে খাদান। ক্রিসমাসে একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছে। রাজ চক্রবর্তীর সন্তান, মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন, প্রতিম.ডি.গুপ্তার চালচিত্র ও সুজিতের খাদান।
তিনটি ছবিকে পিছনে ফেলে বক্স অফিস কালেকশনের ইঁদুর দৌঁড়ে এগিয়ে রয়েছে দেব-যীশুর খাদান। এই ছবিতে দ্বৈত ভূমিকায় ছক্কা হাঁকিয়েছেন দেব। শ্যাম মাহাতো টু মধু মাহাতো, দুই ভিন্ন লুকে দর্শকের দিল জিতে নিয়েছেন দেব। শ্যাম মাহাতো থেকে মধু মাহাতো হয়ে ওঠার জার্নি শেয়ার করলেন সুপারস্টার।
এক গাল ভর্তি দাঁড়িতে শ্যাম মাহাতোর লুকে ছক্কা হাঁকিয়েছেন দেব। তেমনই আবার ক্লিন সেভড মধু মাহাতোও ঝড় তুলেছে 'কিশোরী' হৃদয়ে। সুরিন্দর ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার ব্যানারে একটি ভিডিও দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সেখানেই 'রাজার রাজা' দেখিয়েছেন কী ভাবে শ্যাম মাহাতো থেকে মধু মাহাতো হয়ে উঠেছেন দেব। তাঁর এই লুকের নেপথ্যে কে রয়েছেন? ভিডিও-তে তাঁর কথাও বলেছেন দেব। এরপরের অংশেই রয়েছে শ্যাম মাহাতোর দাঁড়ি কেটে কী ভাবে মধু মাহাতো হয়ে উঠলেন দেব।
'দ্যা জার্নি ফর্ম শ্যাম মাহাতো টু মধু মাহাতো' যার বাংলা অর্থ, শ্যাম মাহাতো থেকে মধু মাহাতোর জার্নির গল্প। সিনেমার শ্যুটিং হোক বা চরিত্রের লুক তৈরির মুহূর্ত, সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে। বক্স অফিসে খাদান সফল হতেই BTS মোমেন্ট শেয়ার করলেন দেব।
কমেন্ট বক্সজুড়ে লাইক-কমেন্টের বন্যা। শ্যাম মাহাতোর লুককে কেউ তুলনা করেছেন পুষ্পার সঙ্গে তো কেউ আবার 'ও মধু ও মধু' গানের লাইন লিখে মজা করেছেন। এছাড়া লাল হৃদয়ের ইমোজি আর ফায়ার ইমোজিতে ভরে গিয়েছে কমেন্ট বক্স।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর, শনিবার দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে মধ্য কলকাতার স্টার থিয়েটারের বাইরে ঝোলানো ছিল হাউজফুল বোর্ড। 'প্রতিটি অভিনেতার স্বপ্নের ছবি' ক্যাপশন দিয়ে পোস্টটি শেয়ার করেছিলেন সুপারস্টার।
দেবকে দেখতে সিনেমাহলের ভিতরে আর বাইরে ছিল জনজোয়ার। অন্যদিকে পরিচালকের থেকে এমন ছবি উপহার পেয়ে আপ্লুত দেব। সুজিতকে সারপ্রাইজ দিতে মধ্য কলকাতার নকুড়ের দোকানে লাইন দিয়ে সন্দেশ কেনেন দেব। পরিচালককে মিষ্টিমুখ করিয়ে সাফল্য সেলিব্রেট করলেন বাংলার সুপারস্টার।