Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev Khadaan Promotion: ইধিকা-স্নেহার সঙ্গে 'রাজার রাজা' গানে মঞ্চ কাঁপানো নাচ, খাদানের প্রচারে দেব জ্বরে কাবু মালদা

Khadaan Promotion : শহরের বিভিন্নপ্রান্তে চলছে খাদানের প্রচার। মালদায় ছবির প্রচারে দেব ভক্তদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো।

author-image
Kasturi Kundu
New Update
https://www.instagram.com/p/DDEbtRfTapT/?img_index=2

ইধিকা-স্নেহার সঙ্গে 'রাজার রাজা' গানে মঞ্চ কাঁপানো নাচ

Dev Khadaan Promotion At Malda: আগামী ২০ ডিসেম্বর বড়দিনে বড় ধামাকা করতে আসছেন টলি সুপারস্টার দেব। সফরসঙ্গী ইধিকা পাল, স্নেহা বোস, যিশু সেনগুপ্ত, বলি ডিভা বরখা বিস্ত। হাতে বাকি মাত্র ১০ দিন। তার আগে জোরকদমে চলছে ছবির প্রচার।

Advertisment

বেঙ্গল ট্যুরে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে 'খাদান'-এর প্রচার চালাচ্ছেন কলাকুশলীরা। সপ্তাহের শুরুতেই শহর ছাড়লেন দেব। সঙ্গে রয়েছেন দুই অভিনেত্রী ইধিকা ও স্নেহা বোস। পৌঁছে গেলেন মালদা। সেখানে ধুমধাম করে চলল খাদানের প্রচার। 'রাজার রাজা' গানে মঞ্চের উপর জমিয়ে নাচলেন দেব-ইধিকা-স্নেহা। 

Advertisment

সুপারস্টারকে দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। দেব যে অনুরাগীদের মন সর্বদা রক্ষা করেন সে কথা আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় দেব তাঁর সমাজমাধ্যমের পেজে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'তোমার সবাই তৈরি তো? আমরা আসছি'। অভিনেতার পোস্টেই দেখা যায় খাদান লেখা টি শার্ট, জ্যাকেট, মাথায় টুপি, মুখে মাস্ক পরে সাতসকালে হাওড়া স্টেশনে পৌঁছলেন দেব।

 কড়া নিরাপত্তার বলয়ে বন্দে ভারতে উঠে গন্তব্যস্থল হাওড়ায় পৌঁছলেন টলি সুপারস্টার দেব। সেখান থেকে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও শেয়ার করেছেন। স্নেহাও তাঁর ইনস্টা হ্যান্ডেলে খাদানের প্রচারের মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন। উল্লেখ্য, মালদার প্রমোশনেও থাকতে পারেননি বরখা। বীরভূমে ছবির প্রচারে গিয়ে কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে মায়ের কাছে পূজো দিয়েছেন দেব। 

ছবি পোস্ট করে করজোড়ের ক্যাপশনে দিয়ে দেব লিখেছিলেন, 'জয় মা তারা'। প্রসঙ্গত, ছবি মুক্তির আগে দেব বরাবরই মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে পৌঁছে যান। কখনও দক্ষিণেশ্বর তো কখনও কালীঘাট, এবার পুজো দিয়েছেন তারাপীঠে।

দেব অভিনীত শেষ ছবি 'টেক্কা' শিবপ্রসাদ-নন্দিতার 'বহুরূপী'-র সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে পিছিয়ে পড়েছিল। কিন্তু, তার আগে সৌমিতৃষার সঙ্গে দেবের 'প্রধান' বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ইধিকার সঙ্গে দেবের প্রথম অএন স্ক্রিন রসায়ন দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা তো সময় বলবে। 

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Song Bengali Actor Bengali Hero Dev
Advertisment