Republic day 2025: তিনি এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 'গেম চেঞ্জার'। SCREEN-এর চ্যাট শোয়ে 'সত্যি বলে সত্যি কিছু নেই' -এর প্রচারে এসে সৃজিত মুখোপাধ্যায়ই দেবের এই নতুন নামকরণটি করেছেন। বড়দিন বড় পর্দায় একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে দর্শকের রায়ে সেরার সেরা দেবের খাদান। গোটা দেশে মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে যেন খাদান সুনামি।
এবার বিদেশের মাটিতে পা রাখল খাদান। অএই মুহূর্তে যীশুকে নিয়ে দুবাইয়ে রয়েছেন দেব। শুক্রবার দুবাইয়ে হয়ে গেল খাদানের প্রিমিয়ার। আন্তর্জাতিক স্তরে খাদানের সাফল্য কামনায় দেব। এর মাঝেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশের পতাকা হাতে ছবি পোস্ট করলেন বাংলার সুপারস্টার।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পতাকা নিয়ে ছবি পোস্ট করেছেন দেব। কাজের মাঝেও দেবের দেশাত্মবোধের এই মুহূর্ত আরও একবার ভক্তদের মন জয় করল। 'সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ'-এই ক্যাপশনে ছবি পোস্ট করেছেন সুপারস্টার দেব।
যশ-নুসরতও রবিবাসরীয় সকালে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন। প্রসঙ্গত, দুদিন আগেই দুবাই পৌঁছেছেন দেব-যীশু। খাদানের সাফল্যের মাঝে বিদেশে ছবির যাত্রার প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেব। দুবাইয়ে পৌঁছনোর মুহূর্ত থেকে দুজনে কী ভাবে সময় কাটাচ্ছেন সবটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। শুক্রবার দুবাইয়ে হয়ে গেল খাদানের প্রিমিয়ার। আন্তর্জাতিক স্তরে দেব-যীশুর খাদান কতটা সাফল্য পায় সেটা তো সময় বলবে।
হলুদ পঞ্জাবি আর ধুতিতে নজর কেড়েছেন দেব। আর আপাদমস্তক কালো পোশাকে যীশু যে দ্য বেস্ট। 'স্বপ্ন যখন সত্যি হয়, দুবাইয়ে আন্তর্জাতিক প্রিমিয়ার' এই ক্যাপশনে দুবাইয়ের স্টার সিনেমাস-এ খাদানের পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন দেব। রুক্মিণী আবদার করেছেন দুবাইয়ের স্টারও বিনোদিনীর নামে নামাঙ্কিত করে আসতে।
উল্লেখ্য, খাদানের সাফল্যকে সঙ্গী করেই নতুন ছবি বিনোদিনীর প্রচার করেছেন দেব। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র। রাম কমল মুখোপাধ্যায়ের বিনোদিনীর প্রযোজক দেব। ২৩ জানুয়ারি ছবি মুক্তির পর দর্শক মহলে বেশ ভালোই সাড়া ফেলেছে।
বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে পছন্দ করছে দর্শক। সিনেমার ট্রেলার লঞ্চে তো দেব নিজেই বলেছিলেন, এই ছবি রাম কমলকে জাতীয় পুরস্কার এনে দিতে পারে। খাদানের সাফল্যকে বিনোদিনী ছাপিয়ে যেতে পারে কিনা এখন সেটাই দেখার।