Khadaan Box Office Collection: বাংলা ছবির ভাগ্য যেন, দেব নিজে হাতেই পাল্টে দিলেন। বহুদিন ধরে, মাস এন্টারটেইনার একটা ছবির বাংলা ইন্ডাস্ট্রিতে কতটা দরকার ছিল সে কথা তিনি আবার প্রমাণ করলেন। বহুদিন ধরে প্ল্যানিং ছিল দেব ( Dev ) আবার অ্যাকশন সিকোয়েন্স নিয়ে ফিরবেন। এতদিনে সেই স্বপ্ন সত্যি হয়েছে ভক্তদের।
বড়দিনের বড় ছবি নিয়ে দেব ফিরেছেন। দেবের খাদান ( Khadaan ) যে বক্স অফিসে ঝড় তুলেছে এ কথা অস্বীকার করার নয়। চারটি বাংলা ছবির মধ্যে দেবের এই ছবিটি, বাকিদেরকে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না নিজের। সুপারস্টারের এই ছবি এখন আলোচনা শীর্ষে। প্রথম দিন থেকেই দেব যথেষ্ট আশা বাড়িয়েছিলেন এই ছবি নিয়ে। এমনকি তিনি জানিয়েছিলেন, টনিক এবং প্রজাপতির মতো ছবি দিয়ে গোটা বিশ্বে জায়গা প্রতিষ্ঠা করা যাবে না। তার জন্য খাদারের মতো ছবি লাগবে। আর তার ভক্তরা, ছবি ডিলিট করতে না করতেই হলে জায়গা ভরিয়েছেন।
রাত আড়াইটার শো, হাউসফুল! বাংলা ছবির ইতিহাসে এই দৃশ্য কখনো দেখা যায়নি। কিন্তু দেব সেটি সম্ভব করেছেন। লাগাতার ১৫ দিন ধরে বেশিরভাগ শো হাউসফুল। বাংলা ছবিতে এরকম বক্স অফিস রেকর্ড এর আগে দেখা যায়নি। প্রথম দিনে ১ কোটি টাকা পার করে দেয় এই ছবি। এবং দেবের জন্মদিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন সব থেকে বেশি আয় করে। ১৫ দিন পর, কত ব্যবসা করলো দেবের খাদান?
১৫ দিনে এই ছবি আয়, ১২ কোটি পেরিয়ে গেছে। বাংলার মানুষ যে তার ছবি যথেষ্ট পছন্দ করেছেন, এখানেই প্রমাণিত। ১৫ দিন পর এই ছবির আয় ১২.৩ কোটি। বাংলা ছবিতে এ এক বিরাট রেকর্ড। শুধু তাই নয়, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই ছবি বহুরূপীকে ছাপিয়ে যাবে। পূজো রিলিজ বহুরূপী, বাংলার সিনেপ্রিমীদের বেশ আনন্দ দিয়েছে। শেষ তিন মাস ধরে, এই ছবি হলে হলে এখনো হাউসফুল।
শুধু তাই নয়, উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি এখনো হলে রয়েছে বলে, আমার বসের রিলিজ পিছিয়ে দিতে বাধ্য হলেন নির্মাতারা। এমনকি পুষ্পা টু যদি ডিসেম্বরের ৫ তারিখ রিলিজ না করত, তাহলে হয়তো এই ছবি আরো অনেক হলে শো টাইম পেতো। পুজোয় আরো যে কয়টি ছবি রিলিজ করেছিল, তার মধ্যে বহুরূপী ( Bohurupi ) ছিল সবথেকে সেরা। আর এবার বল দেবের কোর্টে। তিনি যে ফুলটস হাঁকিয়েছেন, সেকথা পরিষ্কার।