Advertisment
Presenting Partner
Desktop GIF

Nati Binodini: ১৪০ বছরের স্বপ্নপূরণ, বিনোদিনী থিয়েটারের মানতপূরণে দক্ষিণেশ্বরে গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রামকমল-রুক্মিণী

Nati Binodini: গঙ্গাবক্ষে ভাসছে ১৪০ প্রদীপ। বিনোদিনী থিয়েটারের মানতপূরণে দক্ষিণেশ্বরে রামকমল-রুক্মিণী। পুজো দিয়ে প্রদীপ ভাসালেন পরিচালক-অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
বিনোদিনী থিয়েটারের মানতপূরণে দক্ষিণেশ্বরে গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রামকমল-রুক্মিণী

বিনোদিনী থিয়েটারের মানতপূরণে দক্ষিণেশ্বরে গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রামকমল-রুক্মিণী

Nati Binodini Dream Comes True: দীর্ঘ ১৪০ বছরের অপেক্ষার অবসান। স্টার থিয়েটারের সঙ্গে বিনোদিনীর যে আত্মার যোগ সে কথা সকলেরই জানা। কিন্তু, স্টার থিয়েটারের নাম বিনোদিনীর নামে রূপান্তর করতে সময় লেগে গেল ১৪০ টা বছর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) উদ্যোগে ১৪০ বছরের অপেক্ষার অবসান হল। নাম বদলে হল বিনোদিনী থিয়েটার।

Advertisment

এই ঘটনায় উচ্ছ্বসিত টিম নটী বিনোদিনী: একটি নারীর উপাখ্যান। স্বপ্নপূরণ হতেই দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করলেন পর্দার বিনোদিনী ও ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় ( Ramkamal Mukherjee )। ডালা হাতে পুজো দিলেন দুজনে। স্বপ্নপূরণে ১৪০ বছর সময় লেগেছে, তাই গঙ্গাবক্ষে ১৪০টি প্রদীপ ভাসালেন রামকমল-রুক্মিণী।

মন্দিরে যাোয়ার পথে রুক্মিণী ( Rukmini Maitra ) ভিডিওবার্তায় ১৪০ টি প্রদীপ ভাসানোর কারণ ব্যাখা করেন। তিনি বলেন, ২০১৯ সালে যখন প্রথম এই ছবি নিয়ে আলোচনা হয়েছিল তখনই রামকমল মুখোপাধ্যায় বলেছিলেন যদি কোনও দিন স্টার থিয়েটারের নামবদল হয় তাহলে যত বছর সময় লেগেছে ততগুলো প্রদীপ ভাসানো হবে।

Advertisment

 বিনোদিনীকে তাঁর যোগ্য সম্মান পেতে যতদিন অপেক্ষা করতে হল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ ভাসানোর মনোষ্কমনা পূরণ করবেন পরিচালক। স্টার থিয়েটারের নাম পরিবর্তন অবশেষে হয়েছে। তাই মানতপূরণ করতে রামকমল মুখোপাধ্যায় দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন রুক্মিণী মৈত্র। পরনে উজ্জ্বল লাল রঙের শাড়ি, খোলা চুল, গায়ে বেশ ভারি কিছু গয়না আর কপালে ছোট্ট একটা টিপ। রুক্মিণীর লুকের এই স্নিগ্ধতায় মুগ্ধ তাঁর ভক্তরা। দুহাত জোড় করে মায়ের কাছে প্রার্থনা করলেন রুক্মিণী।

গঙ্গাবক্ষে ভাসানোর জন্য প্রদীপ জ্বালানোর ছবিও পোস্ট করেছেন পর্দার বিনোদিনী। সঙ্গে রয়েছে একটি মন ছুঁয়ে যাওয়া ক্যাপশনও। 'প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল, যত বছর বিনোদিনী দাসী তাঁর যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হবে। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে তাই ১৪১ টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হল'। ছবি শেয়ার করতেই ভালবাসায়-শুভেচ্ছায় ভাসছেন পর্দার রুক্মিণী ওরফে বিনোদিনী। 

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress Rukmini Maitra
Advertisment