Khadaan PanIndia Release: বক্স অফিসে 'খাদান' ঝড়। প্রতিদিন ঊর্ধমুখী হচ্ছে খাদানের বক্স অফিস কালেকশনের গ্রাফ। ২০ ডিসেম্বর ছবি মুক্তির প্রথম দিন থেকেই খাদানের সাফল্য একেবারে নজরকাড়া। রায়গঞ্জে রাত আড়াইটের শো হাউজফুল যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নজিরবিহীন ঘটনা। 'খাদান' মুক্তির তিন সপ্তাহ পরও শহরের একাধিক প্রেক্ষাগৃহে ঝুলছে হাউজফুল বোর্ড। সিনেমার সাফল্যের মাঝেই উইকএন্ডে দেব ভক্তদের জন্য এসে গেল আরও একটি সুখবর। ভারতজুড়ে মুক্তি পেল ব্লকবাস্টার মুভি 'খাদান'।
দিল্লি, মুম্বই, হায়দরাবাদ সহ একাধিক জায়গায় মুক্তি পেল দেব-ইধিকা-যীশু অভিনীত খাদান। 'গোটা দেশজুড়ে খাদান দর্শকদের হৃদয় জয় করবে আগামীকাল থেকে', এই ক্যাপশনেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে দেওয়া হয়েছে এই গুড নিউজ।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন শহরে মুক্তি পেল খাদান। সেই তালিকায় রয়েছে মুম্বই, দিল্লি, পুনে, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, জামসেদপুর, ওড়িশা, অসম। ক্রিসমাসের মরশুম থেকে নতুন বছরেও খাদান ম্যানিয়া কিন্তু, জারি। সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছিল তারকাদের চাঁদের হাঁট।
খাদানের সাফল্যে গর্বিত বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রুক্মিণীর সঙ্গে বসে খাদান স্পেশ্যাল স্ক্রিনিংয়ে সিনেমা দেখলেন দেব। শুধু তাই নয় তোর বাপ এসেছে-র তালে কলার নাচালেন 'রাজার রাজা'। সিনেমার গ্র্যান্ড সাকসেসে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা দেব।
সাংবাদিকদের মুখোমুখি হয়েও সেই কথাই বলেছেন দেব। খাদানের মতো ছবিকে দর্শক ভালবাসছে, এটাই একজন অভিনেতা হিসেবে দেবের কাছে বিরাট প্রাপ্তি। ভাল বাংলা ছবি আজও দর্শক ভালবাসে খাদান থেকে এটাই উপলব্ধি 'কিশোরী' ইধিকা পাল।
প্যান ইন্ডিয়া বা দেশজুড়ে খাদান মুক্তির পর দেবের জনপ্রিয়তা যে আরও বাড়বে সে কথা বলাইবাহুল্য। ২ জানুয়ারি সকাল থেকেই 'বাঘা যতীন' ছবির পরিচালক অরুণ রায়ের শেষকৃত্য নিয়ে ব্যস্ত ছিলেন দেব। রুক্মিণীকে সঙ্গে নিয়েই দায়িত্বপালন করেছেন।
শ্মশানে দেবের চোখের জল ধরা পড়েছে চিত্র সাংবাদিকদের ক্যামেরায়। পা ছুঁয়ে প্রণাম করে চোখের জল মুছছিলেন রুক্মিণীও। দিনভর এই পরিস্থিতি সামলে সন্ধ্যায় খাদানের স্পেশ্যাস স্ক্রিনিংয়েও হাজির হয়েছিল তারকা জুটি।