Raghu Dakat Dev: দিনটা ছিল ১৬ মার্চ রবিবার। আর রবিবাসরীয় আমেজে ভক্তদের সুখবর দিয়েছিলেন বাংলার সুপারস্টার দেব। ২০২১ সালে যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নের হাত ধরে হাঁটা শুরু হয়েছিল সেই দিন। কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে শুরু হয় দেবের 'পুজো রিলিজ' রঘু ডাকাতের শুটিং। সিনেমার পোস্টার শেয়ার করে দেব উচ্ছ্বাসের সঙ্গে লিখেছিলেন, '২০২১ থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলাম। আজ শুটিং শুরু হল।' প্রযোজনা সংস্থা এসভিএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব আরও যোগ করেন শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির সহযোগিতা ছাড়া এই দিনটা দেখা অসম্ভব ছিল।' ১২ দিন পর শেষ হল রঘু ডাকাতের প্রথম পর্বের শুটিং সিডিউল। সোশ্যাল মিডিয়ায় সিনেমার আরও একটি নতুন পোস্টার শেয়ার করে খুশি জাহির করেছেন দেব স্বয়ং।
আনন্দের সঙ্গে জানিয়েছেন, 'রঘু ডাকাতের প্রথম পর্বের শুটিং শেষ হল। আরও অনেক চ্যালেঞ্জ, অনেক উত্তেজনা বাকি আছে।' রঘু ডাকাতের শুটিং শুরুর পর সোশ্যাল মিডিয়ায় একটি মনের কথা লিখেছিলেন দেব। প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, 'আজ আমাদের ইন্ডাস্ট্রি যে জায়গায় রয়েছে এক একটি পয়সার মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও তাঁরা এই কাজটি করার সাহস দেখিয়েছেন। আজ থেকে শুটিং শুরু হল। আপনাদের সকলের আশীর্বাদ, শুভ কামনা প্রয়োজন।' রঘু ডাকাত ছবিটি পরিচালনা করছেন পরিচলক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
অনভিপ্রেত বিলম্বের জন্য কোনওদিনই হতাশ হননি পরিচালক। তাঁর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে 'রাজার রাজা' দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'এই ছবি বানানোর জন্য ধ্রব ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। একটা সময় আমিও বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু, ওঁর আত্মবিশ্বাস এক মুহূর্তের জন্যও টলানো যায়নি। লাস্ট বাট নট ইন লিস্ট, বিগত ছ'মাস ধরে এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে সিনেমা তৈরির ইচ্ছেকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ২০২৫-এ ই সিনেমাহলে মুক্তি পাবে রঘু ডাকাত। এটা হতে চলেছে এবছরের সেরা বাংলা ছবি।'
খাদানে দ্বৈত চরিত্রে অভিনয় করে বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল। এবার রঘু ডাকাতে দেবের নতুন ম্যাজিকের অপেক্ষায় তাঁর অনুগামীরা। প্রসঙ্গত, ২০২১ সালে এই ছবিটির ঘোষণা করে প্রযোজনা সংস্থা এসভিএফ। বহু বাধা পেরিয়ে এ বার দেবের সঙ্গে যৌথ প্রযোজনায় শুরু হল সিনমার শুটিং। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার, রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।