Dhumketu Vs War 2 Advance Booking: অগ্রিম টিকিট বুকিংয়ে ওয়ার ২-কে টেক্কা দেব-শুভশ্রীর, বাড়ছে ধূমকেতুর শোয়ের সংখ্যা

Dhumketu Vs War 2: মুক্তির আগেই একের পর এক ছক্কা। 'ওয়ার ২', ও 'কুলি'-র থেকে অগ্রিম টিকিট বুকিংয়ে টেক্কা দিয়েছে দেব-শুভশ্রী অভিনীত বাংলা ছবি 'ধূমকেতু'।

Dhumketu Vs War 2: মুক্তির আগেই একের পর এক ছক্কা। 'ওয়ার ২', ও 'কুলি'-র থেকে অগ্রিম টিকিট বুকিংয়ে টেক্কা দিয়েছে দেব-শুভশ্রী অভিনীত বাংলা ছবি 'ধূমকেতু'।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

হৃত্বিককে টেক্কা দেব-শুভশ্রী

Dev-Subhashree Dhumketu Vs War 2: কথায় বলে, সবুরে মেওয়া ফলে। দীর্ঘ ন'বছরের অপেক্ষার পর ১৪ অগাস্ট মুক্তি পাবে 'ধূমকেতু'। দেব-শুভশ্রী জুটির বহুপ্রতিক্ষীত এই ছবি ঘিরে ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে 'দেশু'-র আইকনিক 'মালা রে' গানে কোমর দোলানো, দুজনের খুঁনসুটি, প্রকাশ্যে ফ্লার্ট করার মুহূর্তগুলো হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বনবাস কাটিয়ে একমঞ্চে দেব-শুভশ্রীকে দেখতে নজরুল মঞ্চের প্রতিটি কোনা কানায় কানায় পূর্ণ ছিল। দিন যত এগিয়ে আসছে বড় পর্দায় 'দেশু'-ম্যাজিক উপভোগ করতে উদগ্রীব দর্শক। আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই আসছে দেব-শুভশ্রী জুটির ধূমকেতু। 

Advertisment

আরও পড়ুন 'ধূমকেতু রাজার মতো এসেছে', অগ্রিম টিকিট বুকিংয়ে শো হাউজফুল হতেই উচ্ছ্বসিত দেব

মুক্তির আগেই একের পর এক ছক্কা। অজন্তা সিনেমাহলের মালিক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ধূমকেতুর ৪০০ শো অতিক্রান্ত। প্রতিনিয়ত সেই সংখ্যা আরও বাড়বে। ১১ অগাস্ট বক্স অফিস ওয়ার্ল্ড-এর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে হৃত্বিক-জুনিয়র এনটিআর অভিনীত 'ওয়ার ২', রজনীকান্ত অভিনীত 'কুলি'-র থেকে অগ্রিম টিকিট বুকিংয়ে টেক্কা দিয়েছে দেব-শুভশ্রী অভিনীত বাংলা ছবি 'ধূমকেতু'। সোমবার ২১ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অন্যদিকে ওয়ার ২-এর টিকিট বিক্রির সংখ্যা সাড়ে পাঁচ হাজার। 

Advertisment

খুব স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার অপ্রত্যাশিত সাফল্যে খুশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সিনেমার দুই মুখ্য চরিত্র দেব-শুভশ্রী। কৌশিক গঙ্গোপাধ্যায় উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন, 'পরপর অ্যাডভান্সে হাউজফুল হওয়াতে শুক্রবার ১৫ই অগাস্ট থেকেই তৃতীয় শো খুলে দেওয়া হল। ধন্যবাদ দর্শক।'

দক্ষিণ কলকাতার একটি সিনেমাহলের নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'বহু বছর ধরে শুনে আসছি মেনকায় নাকি বাংলা ছবি চলে না। বাস্তব তা বলছে না। নিয়মিত চলুক বাংলা সিনেমা ভুল প্রচার সরিয়ে। ধন্যবাদ দর্শকদের। এর বেশি কিছু আশা করিনা'। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্টটি রি-শেয়ার করে শুভশ্রীও খুশি জাহির করে লিখেছেন, 'সমস্ত রেকর্ড ভেঙে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বাংলা সিনেমা ইতিহাস তৈরি করল।'

আরও পড়ুন 'ওয়ার ২'-কে বুড়ো আঙুল দেখিয়ে রেকর্ড 'ধূমকেতু'র, অগ্রিম টিকিট বুকিংয়ে ইতিহাস গড়ল দেব-শুভশ্রী

আনন্দ উদযাপন করেছেন সুপারস্টার দেব। রবিবার ধূমকেতু-র প্রযোজক রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তিতে হাজির ছিল টলিপাড়ার সেলেবরা। মুম্বই থেকে সোজা পার্টিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার। খুশিতে গদগদ হয়ে অভিনেতা দেব বলেন, 'ধূমকেতু আরও সফল হবে, শো বাড়বে। ১০ বছর লড়াইয়ের পর রাজার মতো এসেছে'।

Dev Subhashree Ganguly