Dev-Dhumketu Advance Booking: 'ধূমকেতু রাজার মতো এসেছে', অগ্রিম টিকিট বুকিংয়ে শো হাউজফুল হতেই উচ্ছ্বসিত দেব

Dhumketu Advance Booking: বাংলা সিনেমার জন্য অগ্রিম টিকিং বুকিংয়ের ক্ষেত্রে নজির গড়ল দেব-শুভশ্রীর আপকামিং ছবি ধূমকেতু। ভক্তদের উদ্দেশে কী বার্তা সুপারস্টার দেবের?

Dhumketu Advance Booking: বাংলা সিনেমার জন্য অগ্রিম টিকিং বুকিংয়ের ক্ষেত্রে নজির গড়ল দেব-শুভশ্রীর আপকামিং ছবি ধূমকেতু। ভক্তদের উদ্দেশে কী বার্তা সুপারস্টার দেবের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev

প্রায় হাউজফুল ধূমকেতুর শো

Dhumketu Show Houseful: ৪ অগাস্ট, সোমের নজরুল মঞ্চে এক ইতিহাসিক সন্ধ্যা ভক্তদের উপহার দিয়েছেন টলিপাড়ার ফেমাস জুটি দেব-শুভশ্রী। কালো রঙের রংমিলান্তি পোশাকে মঞ্চ মাতিয়েছেন। উপলক্ষ্য, ন'বছর অপেক্ষার পর বহু প্রতিক্ষীত ধূমকেতু-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। নতুন মোড়কে পুরনো জুটিকে ফিরে পেয়ে আবেগে ভাসছে 'দেশু' ভক্তরা। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় দেব-শুভশ্রী জুটির রোম্যান্স উপভোগ করার। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ধূমকেতু-র অগ্রিম টিকিট বুকিং। বাকিটা ইতিহাস। প্রায় সব শো হাউজফুল, এই ঘটনায় উৎফুল্ল সুপারস্টার দেব। 

Advertisment

আরও পড়ুন 'ওয়ার ২'-কে বুড়ো আঙুল দেখিয়ে রেকর্ড 'ধূমকেতু'র, অগ্রিম টিকিট বুকিংয়ে ইতিহাস গড়ল দেব-শুভশ্রী

Advertisment

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের দীর্ঘ দিনের কেরিয়ারে এটি নজিরবিহীন ঘটনা, সে কথা নিজেই স্বীকার করেছেন। এতদিন বহু ছবি পরিচালনা করেছেন, কিন্তু কোনও বাংলা সিনেমার এইরকম অগ্রিম টিকিট বুকিংয়ের ক্রেজ কোনওদিন দেখেননি। রবিবার ধূমকেতু-র প্রযোজক রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তিতে হাজির ছিল টলিপাড়ার সেলেবরা। মুম্বই থেকে সোজা পার্টিতে যোগ দিয়েছিলেন দেব।

আরও পড়ুন ধূমকেতু মুক্তির আগে বিরাট ধাক্কা ভক্তদের! কী সিদ্ধান্ত নিলেন প্রযোজকদ্বয় দেব-রানা সরকার?

সংবাদমাধ্যমের সামনে খুশিতে গদগদ হয়ে অভিনেতা দেব বলেন, 'ধূমকেতু আরও সফল হবে, শো বাড়বে। লড়াইটা সহজ ছিল না। প্রথমে কোনও শো পাচ্ছিলাম না, তারপর একটা বাংলা ছবির জন্য সবচেয়ে বেশি টিকিট বুকিং হচ্ছে। মানুষের বিশ্বাস-ভরসা আর ভালবাসার জন্যই এটা সম্ভব হয়েছে।'

ন'বছর ধূমকেতু দর্শকের ভালবাসায় বেঁচে ছিল বলে দাবি করেন দেব, তাই সকলকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ধূমকেতুর শুটিংয়ের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে ছিল, সে কথাও বলেন। দেব-শুভশ্রী দুজনেরই কেরিয়ারের ভাল সময়ে ধূমকেতু মুক্তি পাচ্ছে বলে মনে করেন সুপারস্টার। এতদিন আগে বাংলা ছবির অগ্রিম টিকিট বুকিং তাও আবার স্বাধীনতা দিবসের সময়, তাই ধূমকেতুকে ট্রেন্ড সেটার বললেন দেব। আনন্দের সঙ্গে বলেন, '১০ বছর লড়াইয়ের পর রাজার মতো এসেছে'।   

আরও পড়ুন 'সবই তো আমার...', ১০ বছর পর 'প্রাক্তন' শুভশ্রীর সামনেই বোমা ফাটালেন সুপারস্টার দেব

Subhashree Ganguly Dev