Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev Khadaan: 'আরও অনেক গল্প আছে, স্বপ্ন আছে...', খাদানের সাফল্যে 'মাখন' জনকে চিঠি দেবের

John Reacts On Dev Letter: দেবের থেকে চিঠি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জন। চিঠি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন খাদানের 'মাখন'?

author-image
Kasturi Kundu
New Update
খাদানের সাফল্যে 'মাখন' জনকে চিঠি দেবের

খাদানের সাফল্যে 'মাখন' জনকে চিঠি দেবের

Dev Letter To John: খাদানের সাফল্য সেলিব্রেট করার প্রতিটি মুহূর্তে দেব তাঁর ভক্ত ও বাংলা ছবির দর্শককে ধন্যবাদ দিয়েছেন। দর্শকের ভালবাসা ছাড়া খাদানের সাফল্য কোনওদিন সম্ভব ছিল না, সে কথা বারবার বলেছেন সুপারস্টার। বক্স অফিসে খাদান ঝড়ের কৃতিত্বের জন্য দেব কখনও নিজের কাঁধ চাপড়াননি। বরং বলেছেন, এই ছবির সাফল্যের নেপথ্যে টিমের প্রতিটি সদস্যদের সমান অবদান রয়েছে। ভালবাসা-শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে 'মাখন' ওরফে জনকে চিঠি লিখলেন দেব। 

Advertisment

তিনি লিখেছেন, 'এই চিঠিটা যখন লিখছিলাম তখন আমার হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠছিল। সেই সঙ্গে খুব গর্বও হচ্ছিল। আমরা সকলে মিলে যে স্বপ্নটা দেখেছিলাম সেটা অবশেষে সত্যি হয়েছে। আর এই স্বপ্ন সফল হওয়ার পিছনে তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাদান তৈরির ভাবনা শুরুর দিন থেকে সিনেমা তৈরি পর্যন্ত একগ্রতার সঙ্গে প্রত্যেকে কাজ করেছে। সেই জন্যই এটা শুধু একটা গল্প হয়েই থেকে যায়নি। প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়েছে। এভাবে টিমের সঙ্গে থাকার জন্য, যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ'।

Advertisment

দেবের সংযোজন, 'আমি এই ছবিটা নিয়ে যেমন স্বপ্ন দেখেছি তোমরাও প্রত্যেকে আমার সেই স্বপ্নকে সফল করতে সাহায্য করেছ। সিনেমার এই সাফল্য শুধু তোমার বা আমার একার নয়, টিমের প্রত্যেকের। দর্শকের ভালবাসা, আশীর্বাদ আমাদের সকলের প্রাপ্তি। আমি এই জার্নিটা চিরদিন মনে রাখব। এই ধরনের প্রতিভাবান স্টার কাস্ট নিয়ে কাজের সুযোগ পেয়ে আমি ধন্য। আরও অনেক গল্প আছে, স্বপ্ন আছে যা আমাদের একসঙ্গে পূরণ করতে হবে।'

দেবের চিঠি শেয়ার করে জন লিখেছেন, 'এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে আমি আপ্লুত দেবদা! এই চিঠি আমাকে সবসময় মনে করাবে কঠোর শ্রম কোনও দিন বৃথা যায় না। কঠিন সময়ই জয়ের পথকে মসৃণ করে। এই ছবিতে তোমার যে অবদান তা সত্যিই অনস্বীকার্য। তোমার কাজ সর্বদা আমাকে অনুপ্রাণিত করবে।' মাখন আর খাদান হ্যাশট্যাগে মজা করে আবার লিখেছেন, 'মাখন নাম তো সুনহাই হোগা'।

 ইন্ডাস্ট্রির সহকর্মী রোহন ভট্টাচার্যও জনের সাফল্যে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। খাদান মুক্তির প্রথম ১০ দিনে সাত কোটির গণ্ডি পার করল। ব্লকবাস্টার মুভি খাদানের ঝুলিতে এসেছে ৭.৬৮ কোটি। বর্ষশেষের মরসুমে আর নতুন বছর উদযাপনের সময় খাদানের বক্স অফিস কালেকশনের গ্রাফ যে ঊর্ধমুখী হবে সে কথা বলার অবকাশই রাখছে না। 

Bengali Actor Dev Tollywood superstar Dev Bengali Film Industry Bengali Cinema Bengali Film tollywood news Khadaan
Advertisment